আরিফুলের সেঞ্চুরিতে বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ক্রিকেটে সুপার সিক্সে উঠেছে বাংলাদেশ। শুক্রবার (২৬ জানুয়ারি) ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৯ দলকে ১২১ রানের বড় ব্যবধানে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করেছে মাহফুজুর রহমান রাব্বির দল।

দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেনে টস হেরে ব্যাট করতে নেমে আরিফুল ইসলামের দারুণ এক সেঞ্চুরিতে ৭ উইকেটে ২৯১ রানের সংগ্রহ দাড় করায় টাইগার যুবারা। জবাবে ব্যাট করতে নেমে ১৭০ রানে গুটিয়ে যায় যুক্তরাষ্ট্রের ইনিংস।

২৯২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ১১ রানে বাবহা মেহতার (৫) উইকেটে হারায় মার্কিন যুবারা। দ্বিতীয় উইকেটে জুটিতে প্রনব ও সিদ্ধার্ত কাপ্পা ৭৫ রানের জুটি গড়েন। তবে রান তোলার গতি ছিল কম। প্রনব ফিফটি করেন। প্রনব ৫৭ ও আর সিদ্ধার্ত ১৮ রান করে অল্প সময়ের ব্যবধানে আউট হন।

ওভারপ্রতি রার তোলার চাপে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে যায়। টাইগার যুবাদের দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ৪৭.১ ওভারে ১৭০ রানে অলআউট হয়। বাংলাদেশের রাব্বি ৪টি এবং আরিফুল, রাফি, জীবন ও ইমন ১টি করে উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ২৯ রানে আদিল বিন সিদ্দিক ব্যক্তিগত ১৩ রান করে আউট হন। এরপর আরেক ওপেনর আশিকুর রহমান ব্যক্তিগত ২৭ রান করে আউট হন দলীয় ৬৭ রানের মাথায়। আর মোহাম্মদ রিজওয়ান ৩৫ রান করে দলীয় ৯৪ রানে প্যাভিলিয়নে ফিরে যান। চতুর্থ উইকেট জুটিতে আরিফুল ও আহরার আমিন ১২২ রানের জুটি গড়ে দরকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। ফিফটির দেখা পান আরিফুল। আহরার ৪৪ রান করে আউট হলে ভাঙ্গে এই জুটি।

এরপর আরিফুল ফিফটিকে সেঞ্চুরিতে পরিণত করেন। আরিফুল ১০৩ রান করে ফিরে যান প্যাভিলিয়নে। এরপর শিহাব জেমসের ১৭ বলে ৩১ আর পারভেজ জীবনের ৭ বলে ১৩ রানের ছোট দুটি ক্যামিও ইনিংসের কল্যাণে শেষ পর্যন্ত ৭ উইকেটে ২৯১ রানের পুঁজি পায় বাংলাদেশ।

 

নিউজক্রিকেট২৪/আরএ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »