আরও কয়েকবছর ক্রিকেট খেলতে চাইঃ সাজেদুল ইসলাম

জাকির মামুন »

১৯৮৮ সালের ১৮ জানুয়ারি রংপুরে জন্মগ্রহণ করেন সাজেদুল ইসলাম সাজিদ। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিলো ক্রিকেটার হওয়ার এবং বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করা৷ স্বপ্ন বাস্তবে পরিণত হলেও জাতীয় দলে নিজের অবস্থানটুকু পাকাপোক্ত করতে পারেননি ইঞ্জুরির কারনে ৷ ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ফরম্যাটের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন এই বাঁহাতি পেসার৷ জাতীয় দলে নিয়মিত না হতে পারলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলে যাচ্ছেন তিনি৷ জাতীয় ক্রিকেট লীগে রংপুর বিভাগের অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্বও দিয়েছেন বেশ কয়েকটি মৌসুম।

ক্রিকেট ক্যারিয়ারের উত্থান-পতন, নিজের ব্যক্তিগত জীবন ও সমসাময়িক বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন আমাদের নিউজক্রিকেট২৪ ডট কম এর প্রতিবেদক জাকির মামুনের সাথে৷

দীর্ঘ আলাপনের প্রধান অংশটুকু পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো৷

নিউজক্রিকেটঃ করোনা প্রাদুর্ভাবের কারণে খেলা মাঠে গড়াচ্ছেনা৷ কবে নাগাদ খেলা শুরু হবে তাও এখনও নিশ্চিৎ নন কেউই৷ দীর্ঘ এইসময়টুকু কিভাবে পার করছেন?

সাজেদুল ইসলামঃ করোনা ভাইরাস একটি বিশ্বব্যাপী সমস্যা৷ খেলার চেয়ে জীবন বড়৷ তাই বাসা থেকে একদম বের হয়নি৷ পরিবারের সাথেই সময় কাটাচ্ছি৷ ফিটনেস নিয়ে টুকিটাকি কাজ করছি৷ গত কিছুদিন ধরে রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে অনুশীলন করছি৷

নিউজক্রিকেটঃ দারুণ সম্ভাবনাময় ছিলেন, বড় স্বপ্ন নিয়ে দলে আসলেন, কিন্তু ধারাবাহিক হতে পারলেন না৷ আপনার মতে তার কারণ কি?

সাজেদুল ইসলামঃ সত্যি কথা বলতে কি, আমি দলে মূলত সুযোগ পেয়েছি সুইং এর জন্য৷ ইঞ্জুরি থেকে যখন ফিরলাম তখন আগের মত বলে সুইং হচ্ছিলোনা৷ সে কারণে আমি আমার সামর্থ্য অনুযায়ী বল করতে পারিনি বলে দলে থিতু হতে পারিনি।

নিউজক্রিকেটঃ বেশিরভাগ সময় পেসারদের ক্ষেত্রে বয়সের দিকটি বিবেচনা করা হয়৷ আপনার বয়স এখন ৩২৷ এখনও কি জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন?

সাজেদুল ইসলামঃ আসলে ওভাবে এখন আর চিন্তা করিনা৷ কেনোনা স্বপ্ন আর বাস্তবতা অনেক তফাৎ৷ তবে আমি ঘরোয়া ক্রিকেটে আরও বেশি মনোযোগ দিতে চাই৷ আরও কয়েকবছর ক্রিকেট খেলতে চাই৷

নিউজক্রিকেটঃ জাতীয় ক্রিকেট লীগে রংপুর বিভাগের হয়ে দীর্ঘ চার বছর অধিনায়কত্ব করেছেন৷ অধিনায়কত্বটা কতটুকু চ্যালেঞ্জিং এবং এক্ষেত্রে কতটুকু অভিজ্ঞতা সঞ্চয় করেছেন ?

সাজেদুল ইসলামঃ একজন নেতার কাজই হচ্ছে সামনে থেকে নেতৃত্ব দেওয়া৷ আমিও তাই করার চেষ্টা করেছি৷ ক্যাপ্টেন হিসেবে আপনাকে অনেক কিছু দেখতে হয় , বুঝতে হয়৷ প্লেয়ারদের সেরাটা বের করে আনতে আপনাকে অনেক কৌশল গ্রহণ করতে হবে৷ আর সেই বিষয়গুলো মাথায় রেখেই আমি অধিনায়কত্ব করার চেষ্টা করি৷ অভিজ্ঞতা তো হচ্ছেই৷ নতুন নতুন অনেক কিছু জানছি, শিখছি, তা আবার টিমে প্রয়োগ করার চেষ্টা করি৷

নিউজক্রিকেটঃ আপনার মতে, ঘরোয়া ক্রিকেট আর আন্তর্জাতিক ক্রিকেটের পার্থক্য কোন কোন জায়গায়?

সাজেদুল ইসলামঃ পার্থক্য বলতে গেলে অনেক গুলোই বলা যাবে৷ উইকেট, অভিজ্ঞতা, পরিবেশ , কোয়ালিটি প্রত্যেকটা বিষয় ঘরোয়া ক্রিকেট থেকে একটু আলাদা৷ আন্তর্জাতিক ক্রিকেটে যেকোনো দেশের সেরামানের প্লেয়াররাই খেলে৷ ঘরোয়া ক্রিকেট হচ্ছে নিজেকে তৈরি করার জায়গা আর আন্তর্জাতিক ক্রিকেট হলো নিজেকে প্রমাণ করার জায়গা৷ সেক্ষেত্রে ঘরোয়া ক্রিকেটে প্রত্যেক প্লেয়ারকে অধিক মনোযোগী হওয়া উচিৎ৷

নিউজক্রিকেটঃ খেলার পাশাপাশি কি করেন?

সাজেদুল ইসলামঃ কিছুই করিনা৷ আমি পেশাদার ক্রিকেটার। এটা আমার রুটিরুজির উৎস৷ খেলার প্রতি সম্মান এবং পূর্ণ মনোযোগ রাখতে আমি খেলার বাইরে কিছু করিনা৷ খেলা ছেড়ে দিলে হয়তো কিছু একটা করবো৷

নিউজক্রিকেটঃ খেলাধুলার পাঠ চুকিয়ে কি করার ইচ্ছা বা স্বপ্ন রয়েছে আপনার?

সাজেদুল ইসলামঃ আসলে ওভাবে এখনও ভাবিনি৷ দীর্ঘ ২০টি বছর খেলার সাথে আছি ,তাই অবসরের পরেও ক্রিকেট সংশ্লিষ্ট কাজের সাথে থাকতে চাই৷ কেনোনা ক্রিকেটটা আমার রক্তের সাথে মিশে গেছে৷

নিউজক্রিকেটঃ একটি নির্দিষ্ট কারণে দল থেকে বাদ পড়লেন৷ তরুণ বোলারদের অনেকে এভাবে দলে এসে নিজের অবস্থান ধরে রাখতে পারছেনা৷ এ সম্পর্কে তরুণদের উদ্দেশ্যে আপনার বার্তা কি?

সাজেদুল ইসলামঃ যেকোনো প্লেয়ারকেই পর্যাপ্ত সুযোগ দেওয়া উচিৎ৷ দুই একটা ম্যাচ দিয়ে তার দক্ষতা, শক্তিমত্তা যাছাই করা যায়না৷ তরুণ বোলারদের উচিৎ নিজের আত্মবিশ্বাসটা ধরে রাখা৷ আর স্কিল উন্নয়নের ক্ষেত্রে আলাদাভাবে কাজ করা৷ তাহলেই হয়তো, তাদের তেমনটা বেগ পেতে হবেনা৷ আমার সাথে তরুণ যাদের সাথেই কথা হয়, আমি তাদেরকে আমার বাস্তব অভিজ্ঞতাটুকু বলি৷ আসলে একজন প্লেয়াররা কিছুদিন পরেই বুঝতে পারে তার দুর্বলতা কোথায়৷ সে অনুযায়ী কাজ করলে বিষয়টা অনেক সহজ হয়ে যায়৷

নিউজক্রিকেটঃ ক্রিকেটার না হলে কি হতেন?

সাজেদুল ইসলামঃ ক্রিকেট ছাড়া কখনও তেমনকিছু চিন্তা করেনি৷ তবে হয়তো শিক্ষক হতাম৷ আমার বাবাসহ পরিবার, আত্মীয়স্বজনের অনেকেই শিক্ষকতা পেশার সাথে জড়িত৷ বলতে পারেন, শিক্ষক পরিবারের সন্তান৷

নিউজক্রিকেটঃ বর্তমান সময়ের বাংলাদেশ জাতীয় দলকে কিভাবে মুল্যায়ন করবেন?

সাজেদুল ইসলামঃ আসলে বিগত দিনের তুলনায় বর্তমানে জাতীয় দল অনেকটা ধারাবাহিক৷ সবাই সবার করণীয়টুকু করার চেষ্টা করে৷ দলের মধ্যে সুস্থ একটা প্রতিযোগিতা কাজ করছে৷ যার ফলে দল হিসেবে আগের তুলনায় অনেক ভালো পারফর্ম করছে৷

নিউজক্রিকেটঃ যতটুকু জানি ক্রিকেটের বাইরে ফুটবল খেলতে কিংবা খেলা উপভোগ করতে ভালোবাসেন৷ ফুটবলে কোন দলকে সমর্থন করেন?

সাজেদুল ইসলামঃ আসলে ছোটবেলা থেকেই আমি আবাহনী মোহামেডানের খেলা দেখেছি৷ ফুটবলের উত্তেজনাটা আমি দারুণভাবে উপভোগ করি৷ মোহামেডান ক্লাবের হয়ে আমি পাঁচবছর ক্রিকেট খেলেছি৷ তাই দেশীয় ফুটবলের ক্ষেত্রে মোহামেডান ক্লাবের প্রতি আমার দুর্বলতা কাজ করে৷ আর বাংলাদেশের পরে আমি আর্জেন্টিনা দলকে সমর্থন করি৷

নিউজক্রিকেটঃ অবসরে কি করতে ভালোবাসেন?

সাজেদুল ইসলামঃ ঘুমোতে, মুভি দেখতে আর বন্ধুদের সাথে ঘুরতে, আড্ডা দিতে পছন্দ করি৷

নিউজক্রিকেটঃ আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার জন্য রইলো শুভকামনা৷

সাজেদুল ইসলামঃ আপনাকে ও নিউজক্রিকেট২৪ ডট কম এর পাঠকদের ধন্যবাদ ও ভালোবাসা জানাই৷

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »