নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন টি২০ বিশ্বকাপে খেলার জন্য আমেরিকা গমন করেছে বাংলাদেশ দল। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে সবার আগেই দেশত্যাগ করেছে বাংলাদেশ। বিশ্বকাপের আগে আমেরিকার বিপক্ষে টি২০ সিরিজে মুখোমুখি হওয়াই মূল উদ্দেশ্য।
আগামী ২১ মে বাংলাদেশ সময় সকাল ৬.৩০ ঘটিকায় তিন ম্যাচ সিরিজের ১ম ম্যাচ মাঠে গড়াবে। ২৩ মে একই সময়ে ২য় ম্যাচ এবং ২৫ মে একই সময়ে তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে। এই প্রথমবারের মতো আমেরিকার বিপক্ষে টি২০ খেলার অপেক্ষায় টাইগাররা।
বিশ্ব অর্থনীতি কিংবা রাজনীতিতে আমেরিকা প্রভাবশালী রাষ্ট্র হলেও ক্রিকেটে দলটির তেমন অবস্থান নেই। বিভিন্ন দেশের ক্রিকেটারদের নাগরিকত্ব দিয়ে গঠন করা হয় আমেরিকা দল। বিশ্বকাপের জন্য ঘোষিত দলেও নিউজিল্যান্ডের কোরি এন্ডারসন সহ আরো বিভিন্ন দেশের ক্রিকেটাররা জায়গা করে নিয়েছে।
বাংলাদেশ দলঃ-
নাজমুল শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, তানজীদ তামিম, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মাহেদী হাসান, জাকের আলী, তাসকিন আহমেদ (সহ অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, রিশাদ হোসাইন, তানভীর ইসলাম ও তানজিম সাকিব।