নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গত ৪ অক্টোবর হঠাৎ করেই আফগান মিডিয়ায় গুজব রটে যায় যে, অলরাউন্ডার নবী পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন। আফগান ক্রিকেট বোর্ড শত প্রচেষ্টার পরেও এই গুজব কানে নেওয়া থেকে কাউকে দমাতে পারে নি। অবশেষে এমন গুজব নিয়ে মোহাম্মদ নবীই মুখ খুললেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অপব্যবহার চালিয়ে আফগান ক্রিকেট পাড়ায়, ‘মোহাম্মদ নবী মারা গেছেন’ গুজব ছড়িয়ে দেয় এক প্রকার কুচক্রী মহল। এই গুজব অকপটেই বিশ্বাস করে নেয় আফগান ক্রিকেট প্রেমিরা। আফগানিস্তান ক্রিকেট বোর্ড নবীদের অনুশীলনের কিছু স্থিরচিত্র আপলোডের মাধ্যমে বুঝাতে চেয়েছেন, নবী বেঁচে আছেন। তবে ভক্তরা যেনো গুজবকেই আঁকড়ে ধরে শোক প্রকাশ করা শুরু করেন।
নিজের মৃত্যুর এমন গুজব শুনে নবী নিজেও অস্বস্তিতে ভোগেন। ফলে নবী এবার এ নিয়ে মুখ খুলেছেন। নিজের টুইটার একাউন্ট থেকে নবী জানান, ‘আল্লাহ’র রহমতে, আমি পুরোপুরি সুস্থ আছি। আমি হার্ট অ্যাটাক করে মারা গেছি, এমন একটি গুজব কিছু অপপ্রচারকারী মিডিয়া ছড়িয়েছে। দয়া করে, আপনার কেউ এতে কান দিবেন না। ধন্যবাদ।’
উল্লেখ্য, এমন গুজব থেকে ভক্তদের বের করে আনতে নবীর এক বন্ধু টুইটারে নবী এবং নবীর ছেলেকে নিয়ে একটি জলজ্যান্ত ছবি পোস্ট করেন। এতে যদি ভক্তদের বিশ্বাস করানো যায় যে, নবী মারা যান নি– বেঁচে আছেন।