আমি বিশ্বকাপ জিততে চাইঃ রোহিত শর্মা

নিউজ ডেস্ক »

সীমিত ওভারের ক্রিকেটে ওপেনারদের অন্যতম সেরা একজন ব্যাটসম্যান হলো ভারতে রোহিত শর্মা। ২০০৭ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় রোহিতের। এর পর ২০১১ সালের বিশ্বকাপে দলে ছিলেন না তিনি। সেবারই ২৮ বছর পর আবার বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে ভারত। তবে রোহিত এবার জানালেন তিনি বিশ্বকাপ জিততে চান।

ইন্ডিয়া টুডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিত এ কথা জানান। ২০১৯ সালের বিশ্বকাপে দারুণ খেলেছিলেন এই ভারতীয় ওপেনার। ৯ ম্যাচে ৫ট সেঞ্চুরি সহ ৮১ গড়ে ৬৪৮ রান করেন রোহিত, যেটা বিশ্বকাপ ক্রিকেটের এক আসরের দ্বিতীয় সর্বোচ্চ।

রোহিত বলেন, ‘আমদের সবারই স্বপ্ন থাকে বিশ্বকাপ জেতা। আমি বিশ্বকাপ জিততে চাই। অবশ্যই আপনি খেলতে নামলে সব ম্যাচই জিততে চাইবেন। কিন্তু বিশ্বকাটা সবকিছুর উর্ধ্বে। তাই আমি বিশ্বকাপ জিততে চাই।’

বাংলাদেশ সময়ঃ ১:৩৮ পিএম
নিউজক্রিকেট/এসএমএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »