নিউজ ডেস্ক »
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অধিনায়ক হিসেবে খেলছেন লিটন। চারবারের বিপিএল শিরোপাজয়ী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেতৃত্ব দিচ্ছেন তিনি। যদিও ব্যাট হাতে একেবারেই ছন্দে নেই তিনি। অবশ্য ব্যাট হাতে অফ-ফর্মের কারণ যে নেতৃত্বের চাপ নয় সেটা জানিয়েছেন লিটন নিজেই।
এবারের বিপিএলে প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ১৯ বলে ১৩ রান করেন লিটন। ইনিংসে ছিল একটি করে ছক্কা ও চারের মার। পরের ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে নবম ওভার পর্যন্ত উইকেটে টিকেছিলেন লিটন।
শেষপর্যন্ত তিনি আউট হন ১৯ বলে ১৪ রান করে। দুটি ম্যাচেই ব্যাট হাতে ভুগতে দেখা গেছে লিটনকে। চিরচেনা সেই আগ্রাসী ভঙ্গিমার ব্যাটিং একেবারেই দেখা যায়নি। এ নিয়ে হতাশ লিটন নিজেও। অকপটেই স্বীকার করলেন, ব্যাট হাতে ছন্দ নেই তার।
লিটন বলেন, ‘নাহ, অবশ্যই পারছি না (গুছিয়ে ব্যাটিং)… আমি যে ধরনের ব্যাটিং করি, শেষ দুই ম্যাচে একটুও পারিনি। তবে চেষ্টা করছি। অনুশীলন করছি। দেখা যাক, কী হয়।’
একটা ফ্র্যাঞ্চাইজি লিগে যখন অধিনায়কত্ব করবেন একটি বড় দলের হয়ে, এরকম কিছু ম্যাচ থাকে অবশ্যই যে জিততে হবে,, সবাই চায় জিততে… বড় ইভেন্টে বড় দলের সঙ্গে একটু চাপ তা থাকবেই। তবে এটা এমন নয় যে অধিনায়কত্ব আমার নেতৃত্বে প্রভাব ফেলছে। আমি পারছি না, এটা আমার ব্যর্থতা। চেষ্টা করছি, কোনোভাবে হয়তো বের হয়ে যাব এখান থেকে।’
এদিকে লিটন ছন্দে না থাকলেও দারুণ ফর্মে আছেন তারই কাছে নেতৃত্ব হারানো ইমরুল কায়েস। এবারের বিপিএলে টানা দুই ম্যাচে দুটি হাফ সেঞ্চুরি করেছেন কুমিল্লাকে তিনটি শিরোপা জেতানো ইমরুল। ঢাকার বিপক্ষে ৫৬ বলে ৬৬ রানের পর বরিশালের বিপক্ষে ৪১ বলে ৫২ রান করেন ইমরুল।
ইনফর্ম এই ব্যাটারকে নিয়ে লিটন বলেন, ‘আমরা জানি যে কায়েস ভাই কী করতে পারেন একটা দলের জন্য। এর মধ্যেই দুটি ম্যাচেই তিনি প্রমাণ করেছেন। আশা করছি, উনি যে ফর্মে আছেন, এটা চালিয়ে যাবেন। যতটুকু তিনি স্ট্রাইকে থাকতে পারবেন, খুবই ভালো হবে আমাদের দলে জন্য।’