আমি নিশ্চিত একটি টেস্ট দিবারাত্রি হবে : সৌরভ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামী মাসে ভারতের মাটিতে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজ ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে আগামী ৩০ অক্টোবর ভারত সফরে যাবে বাংলাদেশ। ভারতের সাথে দুই ম্যাচের টেস্ট সিরিজের একটি টেস্ট দিবারাত্রির আয়োজন করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড – বিসিসিআই। আগামী ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত টেস্টটি গোলাপি বলে অর্থাৎ দিবারাত্রি আয়োজন করতে চায় বিসিসিআই। এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অফিসিয়ালি প্রস্তাবও দিয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড – বিসিবি ভারতের সেই প্রস্তাব নিয়ে খেলোয়াড়দের সাথে আলোচনা করে বিসিসিআইকে জানানোর কথা গতকাল। তবে এখনো সে সিদ্ধান্ত জানানো হয়নি। তবে সেই সিদ্ধান্ত জানানোর আগেই বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেন, ‘আমি নিশ্চিত যে ২২ তারিখের ইডেন গার্ডেনের টেস্টটি দিবারাত্রি হবে’।

আসন্ন সিরিজকে সামনে রেখে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে প্রতিনিয়ত কথা হচ্ছে বলে জানান সৌরভ। বিসিবি সভাপতির কাছ থেকে ইতিবাচক সংকেত নাকি পেয়েছেন তিনি।

এ ব্যাপারে পিটিআইকে বলেন, ‘বিসিবির সভাপতির সাথে আমার প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে। তিনি দিবারাত্রি টেস্ট খেলতে আশ্বস্ত করেছেন, এখন শুধু খেলোয়াড়দের সাথে আলোচনা করে সিদ্ধান্ত জানানোর পালা। আমি নিশ্চিত আছি একটি টেস্ট দিবারাত্রি হবে। এখন শুধু তাদের অফিসিয়াল ঘোষণার অপেক্ষায়। ‘

উল্লেখ্য, এর আগে বাংলাদেশ ও ভারত কেউই দিবারাত্রির টেস্ট বা গোলাপি বলে খেলেনি। দুইদলের জন্যই অভিষেক টেস্ট হতে যাচ্ছে গোলাপি বলে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »