আমি খেলার জন্য মুখিয়ে আছি: মেহেদি হাসান

জাকির মামুন »

আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট উপলক্ষ্যে প্লেয়ারদের ফিটনেস যাচাই করার জন্য বিপ টেস্টের আয়োজন করেছিলো বিসিবি৷ আর সেই টেস্টে সর্বোচ্চ ১৩.৬ স্কোর করে সবাইকে তাক লাগিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি থেকে উঠে আসা তরুণ পেসার মেহেদি হাসান৷ ক্রিকেটপাড়ায় আলোচনার মুলবিন্দুতে ছিলেন মেহেদি৷ সুযোগ পেলেন গাজি গ্রুপ চট্টগ্রামে৷

ফিটনেস টেস্টের এমন রহস্যের কথা জানালেন তিনি৷ সচরাচর ফিটনেস নিয়ে যে কাজগুলো রয়েছে সেগুলো করার পাশাপাশি লালমাই পাহাড়ে নিয়মিত উঠা-নামা করতেন এই তরুণ পেসার৷

কোচ আতিকের সাহচর্যে নিজেকে প্রস্তুত করেছেন৷ রুটিনমাফিক অনুশীলন চালিয়ে গেছেন৷ বয়সভিত্তিক দলে খেলার অভিজ্ঞতা থাকলেও এই কোনো প্রতিযোগিতামুলক টুর্নামেন্টে সুযোগ পেয়েছেন মেহেদি৷ তাই উচ্ছ্বাস টা একটু বেশি৷ মেহেদি নিউজক্রিকেট কে জানান, ‘আসলে অনেক পরিশ্রম করেছি৷ ডাক পেয়ে ভালো লাগছে৷’

দলে সুযোগ পাওয়াটা কঠিন এমন টাই মানেন মেহেদি৷ তিনি বলেন, ‘ দেখুন সিনিয়রদের প্রাধান্য বেশি সবজায়গায় বেশি থাকে৷ উনাদের অনেক বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে৷ অভিজ্ঞতার দৌঁড়ে আমার চেয়ে সবাই এগিয়ে৷ তাই সুযোগ পাওয়াটা কঠিন৷ তবে আমি আশা করি সুযোগ পাবো৷ আমি খেলার জন্য প্রস্তুত, খেলতে মুখিয়ে আছি৷

নিজের বোলিং সক্ষমতা সম্পর্কে জানতে চাইলে মেহেদি জানান: ‘আমার বোলিংয়ের প্রধান অস্ত্র ইয়র্কার এবং অফ কাটার৷ ব্লক হোলে আমি ভালো বল করতে পারি৷’

নিজের স্বপ্নের কথাও অকপটে জানান দিলেন মেহেদি৷
প্রত্যেকটা প্লেয়ারই উন্নতি করে উপরের লেভেলে খেলতে চায়৷ আমিও তা চাই৷ এটা আমার জন্য অনেক বড় পাওয়া৷ ইনশা আল্লাহ্ , আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো ভালো খেলার৷ একজন প্লেয়ার হিসেবে জাতীয় দলে খেলার স্বপ্ন দেখি৷ আর সেটার জন্য ধাপে ধাপে নিজেকে এগিয়ে নিতে চাই৷

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »