আমি কিন্তু পিটাইতে পারি : মেহেদী

মমিনুল ইসলাম »

চট্টগ্রামেের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অফ-স্পিনার মেহেদী হাসানের অলরাউন্ডিং পারফরম্যান্সে ৫ উইকেটের জয় তুলে নেয় ঢাকা প্লাটুন। বল হাতে যেমন ছিলো কম খরুচে তেমনি ব্যাট হাতে চালিয়েছেন তান্ডবলীলা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে জানালেন তার এমন সাফল্যের কথা।

অফ-স্পিন বলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে তার ভালো ব্যাটিং দেখা যায় মাঝে মাঝে। তবে খুব বেশি সুযোগ পান না বলে তার ব্যাটিংটা দেখা হয় না কারও আর তিনিও দেখাতে পারেন না। তবে আজ কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে সুযোগ পেয়েই সুযোগ কাজে লাগালেন মেহেদী। বল হাতে সফলতার পর দেখালেন ব্যাটিং ঝলক। বল হাতে ৪ ওভার হাত ঘুরিয়ে ৯ রানে নিয়েছেন ২ উইকেট। তাঁর সাথে ব্যাটিংয়ে তিন নম্বরে নেমে খেলেছেন ২৯ বলে ৫৯ রানের ইনিংস। স্বাধীনভাবে খেলার সুযোগ পেয়েছিলেন বলেই সফল হয়েছেন এমনটাই জানান সংবাদ সম্মেলনে।

তিনি বলেন, ‘ ঐ দলে মুজিব ছিলো। তাকে খেলাটা একটু কঠিনই। আমার উইকেটটা খুব বেশি মূল্যবান নয় চর যেকারনে তাকে মোকাবেলা করতে আমাকে পাঠানো হয়েছে। একটা সুযোগ নিয়েছিলাম আর তাতে সফলতাও পেয়েছি। ‘

শুধু ব্যাট হাতেই নয় ছিলেন বল হাতেও সফল আর যেকারনে ম্যাচ সেরা হয়েছেন। এ নিয়ে তিনি বলেন, ‘ চার বছর ধরে বিপিএল খেলি যে কারনে অনেকটা অভিজ্ঞতা হয়েছে। সবসময় একজনের সময় এক যায় না। উইকেটটা ভালো ছিলো আর চ্যালেঞ্জিং ও ছিলো। আমি ভাগ্যবান যে আমার সময় ওদের দুইজনই বাম হাতি ব্যাটসম্যান ছিলো। ডান হাতি থাকলে হয়তো ভিন্ন কিছু হতো। ‘

আজ বেশ বিধ্বংসী ছিলেন মেহেদী। কিন্তু এমন বিধ্বংসী হয়ে উঠার কারন জানতে চাইলে তিনি বলেন, ‘ আমি এমন করেই খেলি। ঘরোয়া ক্রিকেটে খেয়াল করে দেখুন আমি পিটাইতে পারি। আসলে বিপিএলটা একটু ভিন্ন। এখানে তেমন সুযোগই হয় না আর হলেও হয়তো আটে নয়তো নয়ে। শেষেরদিকে আমার জন্য একটু কঠিন। তবে নতুন বলে ঠিক আছে আর পাশাপাশি কোচেরও সাপোর্ট ছিলো। ‘

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »