আমি এখানে তবলা বাজাতে আসি নি: রবি শাস্ত্রী

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অনন্ত এক ভবিষ্যত নিয়ে ভারত দলে ডাক পেয়েছিলেন রিশাব পান্ট। ধোনির যোগ্য বিকল্পও ভাবা হচ্ছিলো তাকে। তবে অভিষেকের সময় সাড়া জাগানো এ উইকেট কিপার ব্যাটসম্যানের সাম্প্রতিক ফর্ম বেশ দৃষ্টিকটু। তার আউট হওয়ার ধরণগুলোও ভালো ঠেকে নি ভারতীয় কোচিং স্টাফদের কাছে। ফলে ব্যাটিং কোচ থেকে শুরু করে প্রধান কোচ, সবার মুখে শোনা যাচ্ছে রিশাবের সমালোচনা। প্রধান কোচ রবি শাস্ত্রী তো বলেই ফেললেন, এমন বাজে পারফরম্যান্সের ধারাবাহিকতা চলতে থাকলে শাস্তি পেতে হবে রিশাবকে।

শাস্ত্রীর এমন মন্তব্যের পর ভারতীয় ক্রিকেট পাড়ায় শুরু হয়েছে রিশাবকে নিয়ে কানাঘুষা। আর রবি শাস্ত্রীকে দিতে হচ্ছে গণমাধ্যম কর্মীদের ছুঁড়ে দেওয়া বিভিন্ন প্রশ্নের উত্তর। যদিও তিনি বিভিন্ন রকমের উত্তর দিয়ে এড়িয়ে যাচ্ছেন সংবাদ মাধ্যমকে। সম্প্রতি এক অনুষ্ঠানে ‘রিশাব পান্ট’ ইস্যুতে কথা উঠলে, কোচ হিসেবে তার দায়িত্ব ও ভূমিকা তুলে ধরেছেন।

ভারতীয় ক্রিকেট পাড়ায় গুঞ্জন উঠেছিলো রিশাবকে ঠিক পছন্দ করতে পারছেন না শাস্ত্রী। এসব গুঞ্জন নিয়ে এই অনুষ্ঠানে রবি শাস্ত্রী বলেন, “আমি রিশাবের শাস্তির কথা বলেছি। কেউ যদি কান্ডজ্ঞানহীন কোন কাজ করে তবে তা শুধরে দেওয়ার দায়িত্বটা কিন্তু আমারই। আমি তো এখানে আর তবলা বাজাতেই আসি নি, তাইনা? রিশাব একজন বিশ্বমানের ক্রিকেটার, বিধ্বংসী হয়ে ওঠার মত সব উপকরণ তার আছে, সেটা মাথায় রেখেই তাকে আমরা সমর্থন দিয়ে যাচ্ছি।”

গণমাধ্যম কর্মীদের প্রশ্ন, টিম ম্যানেজমেন্ট কি রিশাবের পারফরম্যান্স বা রিশাবকে নিয়ে বিরক্তবোধ করছেন? এমন প্রশ্নের জবাবে শাস্ত্রী বলেন, “বিশেষজ্ঞরা তাদের কাজ করছেন। তাদের বলাটা অস্বাভাবিক কিছু নয় রিশাব একজন বিশেষ প্রতিভা। এখনও তার অনেক কিছু শেখার আছে, যতটুক সম্ভব টিম ম্যানেজমেন্ট তাকে সমর্থনই করে যাবে।”

প্রসঙ্গত, আইপিএল এ আকাশচুম্বী সাফল্যের পরই জাতীয় দলে ডাক পান রিশাব পান্ট। এখন পর্যন্ত ভারতের জার্সি ১৯টি টি-টোয়েন্টি, ১০টি ওয়ানডে ও ১১টি টেস্ট ম্যাচ খেলতে দেখা গিয়েছে তাকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »