নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বর্তমান সময়ে ক্রিকেট পাড়ার সবথেকে বড় ব্রেকিং নিউজ ছিলো গতকাল সরফরাজের অধিনায়কত্ব থেকে বাদ যাওয়া। আলোচনা-সমালচনা অনেক কারনেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলো এটি। তার অবসরের গুঞ্জনটাও বেশ জোড়ালো ভাবেই আলোচিত হচ্ছে ক্রিকেট বিশ্বে। এ নিয়ে সরফরাজ মুখ না খুললেও এবিষয়ে কথা বলেন তার স্ত্রী সৈয়দা খুশবত।
অনেক আগে থেকেই তিনি জানতেন এমনটি হতে চলছে। এক বিবৃতিতে খুশবত জানান, ‘তিন বছর আগে থেকেই জানতাম এমনটি হবে। এখন থেকে চাপমুক্ত হয়ে ক্রিকেট খেলতে পারবে সরফরাজ।’
অবসরের প্রশ্নে খুশবত উদাহরণ টানেন মাহেন্দ্র সিং ধোনির। তিনি জানান, ‘আমি বা আমার স্বামী কেউই এটি নিয়ে চিন্তিত নই। এটি পিসিবির সিদ্ধান্ত। এবং আমরা এই সিদ্ধান্তকে অবশ্যই সম্মান জানাই। সে কেনো অবসর নিতে যাবে? তার বয়স ৩২। ধোনির বয়স কত? ৩৮। সে কী অবসর নিয়েছে? আমার স্বামী দারুণ ভাবে ফিরে আসবে। সে একজন যোদ্ধা।’
প্রসঙ্গত, সাম্প্রতি অস্ট্রেলিয়া সফরের জন্য টি২০ এবং টেস্ট দল ঘোষণায় তাকে সরিয়ে দেয়া হয় অধিনায়কত্ব থেকে। তার স্থানে অধিনায়কত্ব তুলে দেওয়া হয় বাবর আজম এবং আজহার আলীকে। এমনকি দল থেকেও বাদ পরেন তিনি।