আমার পুরো ক্যারিয়ার জুড়ে এক অদৃশ্য শক্তি বাধা হয়ে দাঁড়িয়েছে : তুষার ইমরান

নিজস্ব প্রতিবেদক »

তুষার ইমরানকে বলা হয় বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান। সেঞ্চুরির দিকেও প্রথম শ্রেণির ক্রিকেটে সবার উপরে আছে তাঁর নাম। তবুও কেন উপেক্ষিত তুষার ইমরান? ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ব্যাট হাতে জ্বলে উঠলেও কেন জাতীয় দলের দরজা তাঁর জন্য বন্ধ এমন প্রশ্ন সবসময়ই ওঠে। তবে তুষার ইমরানের মতে তাঁর পুরো ক্যারিয়ার জুড়েই কোন এক অদৃশ্য শক্তি বাধা হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি দেশের জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক পোর্টাল নিউজ ক্রিকেট ২৪ ডট কমের নিয়মিত লাইভ আড্ডায় অতিথি হয়ে এসেছিলেন তুষার ইমরান। মিনিট পঞ্চাশের লাইভ আড্ডায় সঞ্চালক এবং দর্শকদের করা বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। কেন বারবার উপেক্ষিত তুষার এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার পুরো ক্যারিয়ার জুড়েই কোন এক অদৃশ্য শক্তি বাধা হয়ে দাঁড়িয়েছে। ২০০৭ সালের কথাই চিন্তা করেন আমরা জিম্বাবুয়ে সফর করে এসেছি, আমি সেই দলে ছিলাম। দেশে ফিরে এর একদিন পরেই আবার বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফরে যায় কিন্তু হুট করে আমি বাদ পড়লাম। আমি এখনো জানি না কেন আমাকে বাদ দেওয়া হয়েছিলো। এরপরে আরো অনেকবারই এমন হয়েছে। ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে অনেক বছর পরে আবারো জাতীয় দলে ফেরার সুযোগ ছিলো কিন্তু পরে সেটাও হয়নি।’

বারবার উপেক্ষিত হওয়া তুষার এখনো জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন কিনা এমন প্রশ্নে জানান, ‘সত্যি কথা বলতে এখন আর আমি জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখি না। দুই বছর আগেও দেখতাম কিন্তু এখন আর এমন স্বপ্ন দেখি না। যতদিন দেখবো ব্যাটে রান আছে, খেলতে পারছি ততোদিন ঘরোয়া ক্রিকেট খেলে যাবো। পারফরম্যান্স ধরে রাখতে না পারলে বিকল্প চিন্তা করবো।’

নিউজক্রিকেট/দুর্জয়

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »