নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাকিস্তান ক্রিকেটের সাথে ম্যাচ পাতানো কথাটি যেনো মুদ্রার এপিঠ-ওপিঠ হয়ে গেছে। সাম্প্রতিক সময়ে এক ওয়েব টকশোতে পাতানো ম্যাচ নিয়ে বোমা ফাটিয়েছেন সাবেক এই গতি দানব।
২০১০ সালে আসিফ-আমির-সালমানদের সেই কেলেঙ্কারির কথা কারও ভোলার কথা নয়। সেই সাথে ছোট বড় অভিযোগ লেগেই থাকে পাকিস্তান ক্রিকেটের সাথে। ‘রিউইন্ড উইথ সামিনা পীরজাদা’ নামক এক টকশোতে শোয়েব আক্তার বলেন, ‘সব সময় মনে করেছি, দেশের সঙ্গে কখনো প্রতারণা করতেই পারি না, কোনো ম্যাচ ফিক্সিং নয়। আমার চারপাশ ঘিরে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িতরা ছিল। যেন ২২জনের বিপক্ষে খেলছি—১১জন প্রতিপক্ষের বাকি ১০জন আমাদের। সে সময় অনেক ম্যাচ পাতানো হতো। কোন কোন ম্যাচ পাতানো এবং কীভাবে তা করা হয়েছে সেসব আসিফ বলেছে আমাকে।’
আসিফ-আমিরদের লর্ডসের ফিক্সিং নিয়েও বেশ চটেছেন শোয়েব৷ খুব রাগও হয়েছিলো তার৷ রাগে,হতাশায় দেয়ালে ঘুষিও মেরেছিলেন তিনি৷ শোয়েবের ভাষায়, ‘আমি চেষ্টা করেছিলাম আমির এবং আসিফকে বোঝানোর। প্রতিভার কী নিদারুণ অপচয়! ওই ঘটনা শোনার পর ভীষণ খারাপ লেগেছিল এবং হতাশ হয়ে দেয়ালে ঘুষিও মেরেছিলাম। পাকিস্তানের সেরা দুজন ফাস্ট বোলার, স্মার্ট, বুদ্ধিমান এবং নিখুঁত ফাস্ট বোলার তারা। সামান্য কিছু টাকার কাছে তারা নিজেদের বেচে দিয়েছিল।’
ভুল শুধরে মোহাম্মদ আমের ফিরলেও আর ফেরা হয়নি আসিফ-সালমান বাটদের।