আমার ক্রিকেট হিরো সৌরভ গাঙ্গুলীঃ সৌম্য

নিউজ ডেস্ক »

বাংলাদেশ জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার জানিয়েছেন ছোটকাল থেকেই তিনি সাবেক ভারতীয় ওপেনার সৌরভ গাঙ্গুলীর বড় একজন ভক্ত ছিলেন। ২৭ বছর বয়সী সৌম্য আরও জানিয়েছেন গাঙ্গলীর সুদর্শন এবং স্টাইলিশ দর্শন তাকে মুগ্ধ করেছে।

গাঙ্গুলীকে প্রথম ক্রিকেট হিরো হিসেবে আখ্যা দিয়ে সৌম্য’র ভাই ভবিষ্যৎ বানী করেছিলেন যে একদিন সৌম্য তার প্রিয় ব্যক্তিত্ব সৌরভ গাঙ্গুলীর মতো ক্রিকেটার হবেন। শেষ পর্যন্ত তার ভাইয়ের কথা সত্য হয়েছে। সৌম্য এখন বাংলাদেশ দলের শীর্ষ ক্রিকেটারদের মধ্যে একজন। সৌরভ গাঙ্গুলীর মতোই সৌম্য বাঁহাতি ব্যাটসম্যন এবং ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার হয়েছেন।

সৌম্য বলেন, ‘আমার জীবনের প্রথম ক্রিকেট নায়ক সৌরভ গাঙ্গুলি। ক্রিকেট ভালোভাবে বুঝে ওঠার আগেই সৌরভের ভক্ত হয়েছি। বড় ভাই ছিলেন সৌরভের বড় ভক্ত। একদিন আমাকে বললেন, ‘তুই সৌরভ গাঙ্গুলির মত বাঁহাতি ব্যাটসম্যান হবি, আর ডানহাতে পেস বোলিং করবি।’ আমি ন্যাচারাল বাঁহাতি নই, ভাইয়ের কথা শুনেই শুরু করলাম। আমি সবই ডানহাতে করি, শুধু ব্যাটিংয়েই বাঁহাতি।’

বাংলাদেশ সময়ঃ ৭:১৫ পিএম
নিউজক্রিকেট২৪/এসএমএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »