নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় টি-২০ সিরিজে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান ও বাংলাদেশ। যার মূলে ছিলো বৃষ্টির বাগড়া। গ্রুপ পর্বের চার ম্যাচের মাঝে তিন ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। বাংলাদেশ ফাইনাল খেললেও কিছু জায়গা ছিলো অস্বস্তির। প্রতিটি ম্যাচেই ছিলো কিছু না কিছু জায়গায় ব্যর্থতা। ভালো বল করলে ব্যাটিংয়ে খারাপ করেছে ব্যাটসম্যানরা সবচেয়ে বেশি ভুগিয়েছে ওপেনাররা।
সাকিব আল হাসান জানান আমরা হয়তো আমাদের সেরাটা দিতে পারিনি তবে আমরা একেবারে খারাপ ক্রিকেটও খেলিনি। তিনি মনে করেন বাংলাদেশ ভালো ক্রিকেটই খেলেছে। তবে আজকের ম্যাচ না হওয়ায় তিনি হতাশ। তিনি বলেন, ‘ফাইনাল ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিলো তবে এটা না হওয়ায় হতাশ। আমরা ফাইনাল খেলছি এটা আমাদের জন্য ভালো। হয়তো আমরা সেরা খেলাটা খেলতে পারিনি তবে আমরা ভালো খেলেছি।’
আগামীকাল ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ সিপিএল খেলতে ঢাকা ছাড়বেন সাকিব আল হাসান। তিনি মনে করেন নভেম্বরে ভারত সফরের আগে সিপিএল খেলাটা তাকে কাজে দিবে এবং দারুণ অভিজ্ঞতাও হবে।