আমরা বাংলাদেশে কোনো সমর্থন পাইনাঃ রোহিত শর্মা

নিউজ ডেস্ক »

করোনায় এখন মাঠের খেলা বন্ধ হয়ে আছে অনেকদিন। এই সময় খেলোয়াড় থেকে ভক্ত সবাই ক্রিকেটের বাইরে আছেন। আর তাই ভক্তদের কিছুটা বিনোদন দিতে বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল শুরু করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার লাইভ সেশন। আজকের লাইভে তার অতিথি ছিলেন ভারতের ওপেনার ব্যাটসম্যান রোহিত শর্মা। আর তিনি মনে করেন বাংলাদেশে ভারত কোনো সমর্থন পায়না।

লাইভের এক কথা উঠে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের নিয়ে। কথার প্রসঙ্গে রোহিত বলেন, ‘আমরা বাংলাদেশে খেলতে গেলে কোনোদিন সেখানে সমর্থন পাইনা। সেখানে হয়তো ১০০-২০০ জন ভারতীয় দর্শক থাকে। আর বাকি সারা মাঠ জুড়ে বাংলাদেশি সমর্থক৷ পৃথিবীর আর কোথাও আমাদের সাথে এমন হয়না। ভারত বিশ্বের যেখানে খেলুক না কেনো তাদের বড় একটা সমর্থন সব সময় পায়। কিন্তু বাংলাদেশে খেলতে গেলে সেটি উল্টো।’

‘আমি গত এশিয়া কাপে আমরা সেটা টের পেয়েছি। যেখানে আমাদের অতি ক্ষুদ্র সমর্থক ছিলো। এটাই বাংলাদেশের মানুষের ক্রিকেটের প্রতি ভালোবাসা প্রকাশ করে’ — সাথে যোগ করেন রোহিত।

রোহিতের কথার জবাবে তামিম বলেন, ‘একদম সত্যি। আমাদের দর্শক আমাদের সব সময় সমর্থন দেয়।’

বাংলাদেশ সময়ঃ ১১:৩০ পিএম

নিউজক্রিকেট/ আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »