আমরা জেতার জন্যই মাঠে নামবো: সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দীর্ঘ ১৫ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। আর তাই প্রথম ম্যাচের জয়ের আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয়ের বিকল্প কিছুই ভাবছে না বাংলাদেশ।

নিজেদের প্রথম ম্যাচে বৃষ্টির বাগড়ায় পয়েন্ট হারানো দক্ষিণ আফ্রিকার জন্য বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ! জিম্বাবুয়ের বিপক্ষে পয়েন্ট খোয়ানোয়, এই ম্যাচে মাঠে নামার আগে কিছুটা চাপে থাকবে প্রোটিয়ারা।প্রোটিয়াদের সেই চাপের সুযোগকে কাজে লাগিয়ে
নিজেদের সেরা খেলাটা খেলে জয় তুলে নিতে চায় বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন টাইগার কাপ্তান।

বাংলাদেশ জেতার জন্যই খেলবে জানিয়ে সাকিব বলেন, ‘আমরা ম্যাচটা খেলতে নামবো জেতার জন্য। আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, দক্ষিণ আফ্রিকার জন্যও। প্রথম ম্যাচে ওদের দুই পয়েন্ট পাওয়ার প্রত্যাশা ছিল, কিন্তু পায়নি। তো ওদের জন্য অনেকটা বাঁচা-মরার লড়াই, একটু হলেও চাপ থাকবে। সেখানে আমরা ম্যাচ জিতে এসেছি।’

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »