আমরা খুব দ্রুতই খারাপ সময় কাটিয়ে উঠবো : সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

২০১৯ ক্রিকেট বিশ্বকাপের মাঝামাঝি থেকে ক্রিকেটে দুঃসময় পার করছে বাংলাদেশ। বিশ্বকাপের পর শ্রীলঙ্কার মাটিতেও নাস্তানাবুদ টিম বাংলাদেশ। এখানেই শেষ নয় চলতি মাসে আফগানিস্তানের সাথে এক মাত্র টেস্ট সিরিজে নিজেদের মাঠেই লজ্জার পরাজয় ভোগ করতে হয়েছে। সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজে যৌথভাবে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ ও আফগানিস্তান কিন্তু তাতে কি ক্রিকেটের এই খরা কেটে গেছে?

গত ২৬ শে সেপ্টেম্বর নিউইয়র্কে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অনুষ্ঠানে ইউনিসেফের শিশুদের দক্ষতাবৃদ্ধিতে একটি সুন্দর প্রজন্ম গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ” চ্যাম্পিয়ন অফ ইউথ স্কিল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড ” দেয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন সাকিব আল হাসান।

বক্তব্যের শেষ দিকে সাকিবের কাছে বাংলাদেশ ক্রিকেট নিয়ে প্রধানমন্ত্রী জানতে চাইলে। তিনি বলেন খুব তাড়াতাড়িই বাংলাদেশের এই দুঃসময় কেটে যাবে। তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ একটি ভালো দল । প্রতিটি দলেরই ভালো কিংবা খারাপ সময় আসে আমরা তার মাঝেই আছি। তবে আমরা খুব দ্রুতই এমন সময় থেকে বেরিয়ে আসবো। সামনে দুটি টি-২০ বিশ্বকাপ আছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন ভালো করে দেশের মুখ উজ্জ্বল করতে পারি’।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »