নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রিকেট উন্মাদনায় বিভিন্ন টূনার্মেন্ট আয়োজন করছে প্রতিটি দেশ। ওয়ানডে ও টি-টোয়েন্টি পর এখন টি-১০ ও হচ্ছে। তা ছাড়া ইংল্যান্ডে বসতে ‘দ্য হ্যান্ড্রেড’ ক্রিকেট টূনার্মেন্ট। আবুধাবিতে ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে আসছে টি-১০ লীগ। তবে তা এবার প্রথম বারের মতো আয়োজন করতে যাচ্ছে কাতার।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কাতারের এই টি-১০ লীগকে স্বীকৃতি দিয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছে কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশন। ২০১৯ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো কাতারের মাটিতে শুরু হতে যাচ্ছে ছোট ফরম্যাটের এই টি-১০ লীগটি। ৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্টটি।
আসরটিতে অংশগ্রহন করবে মোট ছয়টি দল। তবে এখনও আসরের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়নি। ইতিমধ্যে ৭৩ জন ক্রিকেটার নিজেদের নাম নিবন্ধন করেছে। কাতার থেকে থাকছে ১৭ জন ক্রিকেটার। তাদের ছাড়াও মাঠ মাতাবেন আন্তর্জাতিক ক্রিকেট খেলা ২৪ জন ক্রিকেটার। সাথে দেখা যেতে পারে আইসিসির সহযোগী সদস্য দেশ থেকে ১২ জন ক্রিকেটার।
অংশগ্রহণকারী ৬টি দলের নামও প্রকাশ করেছে কাতার টি-টেন লিগ কর্তৃপক্ষ। দলগুলো যথাক্রমে- ফ্যালকন হান্টার, ফ্লায়িং অরিক্স, পার্ল গ্ল্যাডিয়েটরস, ডেজার্ট রাইডার্স, সুইফট গ্যালোপার্স ও হিট স্টোর্মার্স।