আবারো ব্যাট হাতে বাইশ গজে নামছেন লারা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

তিন বছর পর আবারো ব্যাট হাতে বাইশ গজে দেখা যাবে ক্যারিবিয়ান কিংবদন্তী ব্রায়ান লারাকে। ওয়েস্ট ইন্ডিজের এই তারকা ব্যাটসম্যান সর্বশেষ মাঠে নেমেছিলেন ২০১৬ সালে। সংযুক্ত আরব আমিরাতে হওয়া মাস্টার্চ চ্যাম্পিয়ন্স লিগে লিও লায়ন্সের জার্সি গায়ে দেখা গিয়েছিলো তাকে। এর এক বছর আগে ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে ক্রিকেট অল স্টার সিরিজে এস আর টি ব্লাস্টার্সের হয়ে খেলেছিলেন লারা।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলকে সামনে রেখে পোর্ট অব স্পেনে এক প্রদর্শনী ম্যাচের আয়োজন করেছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক দল ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী লারা খেলবেন এই দলের হয়ে। যদিও দলকে নেতৃত্ব দিবেন ডোয়াইন ব্রাভো। দুই দলে ভাগ হয়ে অনুষ্ঠিত হবে একটি ম্যাচ। অন্য দলের অধিনায়ক কিরন পোলার্ড। মূলত সিপিএলকে সামনে রেখেই এমন এক প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, আগামী ৪ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল। উদ্বোধনী ম্যাচে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর প্রতিপক্ষ সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।

ব্রাভো একাদশ: ব্রায়ান লারা, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), জেভন সিয়ারলেস, টিয়ন ওয়েবস্টার, লেন্ডল সিমন্স, ডোয়াইন ব্রাভো (অধিনায়ক), জেইডেন সিলস, ইসিয়াহ রাজাহ, সুনীল নারাইন, আকিল হোসেন, শিনো বেরিজ, ইয়ানিক ক্যারিয়াহ, ডেক্সটার সুইন জেপি ব্যারি ও আলী খান।

পোলার্ড একাদশ: দীনেশ রামদিন (উইকেটরক্ষক), কিরন পোলার্ড (অধিনায়ক), জিমি নিশাম, খ্যারি পিয়েরে, সেকুগে প্রসন্ন, মার্ক ডেয়াল, হিন্ডস, জ্যালারনি সিলস, অ্যান্ডারসন ফিলিপ, জশুয়া ডি সিলভা, জন রাস জাগেসার, লিওনার্দো জুলিয়েন, নিকোলাস আলেক্সি, কেজর্ন ওটলি, ইয়ানিক ওতলি ও ডারন ক্রুইকশাঙ্ক।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »