আবারো ব্যর্থ ওয়াটসন

দুর্জয় দাশ গুপ্ত »

বঙ্গবন্ধু বিপিএলে শুরুতে না থাকলেও টুর্নামেন্টের মাঝামাঝিতে অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার শেন ওয়াটসনকে দলে ভেড়ায় রংপুর রেঞ্জার্স। এসেই রংপুরের অধিনায়কত্ব পান তিনি। তবে এখন পর্যন্ত মূল কাজটা করতে পারছেন না তিনি। নিজের চতুর্থ ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন ওয়াটসন।

সিলেট পর্বের প্রথম ম্যাচে রাজশাহী রয়্যালসের মুখোমুখি হয় ওয়াটসনের রংপুর রেঞ্জার্স। ১৮০ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে আবারো রংপুরকে হতাশ করেছেন। ৯ বল খেলে মাত্র ২ রান করে নওয়াজের বলে বোল্ড হোন। তার উইকেট হারিয়ে শুরুতেই বিপাকে পড়েছে রংপুর। ৪ ম্যাচের একটি ম্যাচেও প্রত্যাশা মত পারফর্ম করতে পারেন নি এই অজি তারকা। খাঁদের কিনারে থাকা রংপুরকে ঘুরে দাঁড়াতে হলে জ্বলে উঠার বিকল্প নেই ওয়াটসনের। তবে কি প্রথমবারের মত বিপিএল খেলতে এসে চাপের মুখে নিজের স্বভাবজাত ব্যাটিংটাই ভুলে গেলেন তিনি?

১৮০ রানের লক্ষ্যে খেলতে নেমে এই রিপোর্ট লেখা পর্যন্ত রংপুরের সংগ্রহ ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ২৫ রান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »