আবারো বল হাতে আলো ছড়ালেন সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ সিপিএলের প্লে-অফের আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও নিজের দল বার্বাডোস ট্রাইডেন্টসের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন সাকিব আল হাসান। ৪ ওভার বল করে ২৫ রান খরচায় জিমি নিশাম ও বিপদজনক হয়ে ওঠা সিমন্সের উইকেট তুলে নিয়েছেন তিনি।

সিপিএলের ২৮তম ম্যাচে পোর্ট অব স্পিনে বার্বাডোস ট্রাইডেন্টসের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ত্রিনাবাগো। আগের দুই ম্যাচের মত আজও ইনিংসের শুরুতেই বল হাতে দেখা যায় সাকিবকে। আস্থার প্রতিদানও দিয়েছেন বাংলাদেশী অধিনায়ক। প্রথম ওভারেই তুলে নেন জিমি নিশামের উইকেট। নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে প্যাভিলিয়নে ফেরান নিশামকে।

ইনিংসের ১৫তম ওভারে আবারো বোলিংয়ে আসেন সাকিব। নিজের ২য় স্পেলেও বার্বাডোস অধিনায়কের মুখে হাসি ফোটান সাকিব। ৪ টি চার ও ৬ টি ছক্কার ৬০ রান করা সিমন্সের উইকেট তুলে নেন সাকিব।

বল হাতে সাকিবের আলো ছড়ানোর দিনে বার্বাডোসকে ১৩৫ রানের সহজ লক্ষ্যমাত্রা দিয়েছে ত্রিনবাগো। ত্রিনবাগোর হয়ে সর্বোচ্চ ৬০ রান আসে সিমন্সের ব্যাট থেকে।

১৩৫ রানে লক্ষ্যে খেলতে নেমে এ রিপোর্ট লেখা পর্যন্ত বার্বাডোস ট্রাইডেন্টসের সংগ্রহ ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৭২ রান। সাকিব ৪ রান করে ক্রিজে আছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »