আবারো প্রশ্নবিদ্ধ হাফিজ, পেলেন নিষেধাজ্ঞা

সাজিদা জেসমিন »

পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ আর নিষেধাজ্ঞা যেন ইদানীং একই সূত্রে গাঁথা। বার বার,ঐ একটি নামই উঠে আসে নিষেধাজ্ঞার তালিকায়। বার বার প্রশ্ন উঠছে তার বোলিং একশন নিয়ে। শুধরে যদিও বা ফিরেছিলেন আবারো। কিন্তু আবার নতুন করে অভিযুক্ত হলেন তিনি। জাতীয় দলের হয়ে তেমন একটা সুযোগ পাননা এখন। বিশ্বকাপের পর একটা ম্যাচও খেলা হয়নি।

২০১৪ সালে প্রথমবার প্রশ্নবিদ্ধ হন বোলিং একশনের জন্য। পিএসএলে খেলছিলেন তখন৷ ঐবছরই আবার বোলিং একশনে সমস্যা দেখা দেয় আন্তর্জাতিক ক্রিকেটে। অবৈধ একশনের জন্য নিষিদ্ধ হন। পরের বছর আবারো একশনের পরীক্ষা দিয়ে ভালো ফলাফল আসায় নিষেধাজ্ঞা কাটিয়ে বেরিয়ে আসেন।

কিন্তু ২মাস পর আবারো একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে৷ একই বছরে ২বার হওয়ার কারণে পান প্রায় ১২মাসের নিষেধাজ্ঞা। তবে উতরিয়ে মাঠে ফিরতে ১৬ মাস পার হয়ে যায়। ১৬মাস পর যদিও বা ফিরেন, কিন্তু ভাগ্য যেন বিপরীতে সবসময়। বছর ঘুরতেই আবারো নিষিদ্ধ হন আবুধাবি টেস্টে। ১বছর পর বৈধতা ফিরে পান।

বর্তমানে বিভিন্ন লীগ-টুর্নামেন্ট খেলে কাটছে হাফিজের সময়। কিন্তু সময় যেন কিছুতেই বিপদ কাটিয়ে উঠছে না। নতুন করে আবারো নিষেধাজ্ঞা পেয়েছেন বোলিং এ। অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে নয়, ইসিবির অধীনে টুর্নামেন্ট গুলোতে। ৩০শে আগষ্ট সমারসেটের বিপক্ষে ম্যাচে তার বোলিং একশন নিয়ে প্রশ্নবিদ্ধ করা হয়। এবং পরীক্ষায় ত্রুটি প্রমাণিত হওয়ায় আবারো নিষেধাজ্ঞায় পড়লেন এ-ই পাকিস্তানি ক্রিকেটার।

সিদ্ধান্ত হয়েছে ইসিবি নিয়ন্ত্রিত কোন ম্যাচে বোলিং করতে পারবেন নাহ তিনি। তবে ব্যাটিং করতে পারবেন। একটা সময়কার প্রথম সারির ঐই অলরাউন্ডার কাল গর্ভে কি হারিয়ে যাবেন নিষেধাজ্ঞার আড়ালে? নিষেধাজ্ঞার খরা যেন চেপে বসেছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »