https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশ দলের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের চিকিৎসা আবারও পড়লো বিলম্বের মুখে। চলতি মাসের মাঝামাঝি সময়ে তার ইংল্যান্ড যাবার কথা থাকলেও সেটা তো হয়নি আগামী মাসেও যেতে পারবেন কিনা সেটা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
গত বিশ্বকাপের আগে থেকেই পিঠের চোট বয়ে বেড়াচ্ছিলেন সাইফউদ্দিন। শতভাগ ফিট না হলেও বিশ্বকাপের মঞ্চে খেলেছেন ইনজেকশন নিয়ে। তবে সেটা শুধুমাত্র স্বল্পমেয়াদী চিকিৎসা। তাই দীর্ঘ মেয়াদী চিকিৎসার জন্য তাকে যেতে হবে ইংল্যান্ডে। সেখানে তাকে পাঠানোটাও সহজ ব্যাপার নয়। নানা রকম প্রতিবন্ধকতা ও সুচিকিৎসা নিশ্তিত করেই তাকে পাঠানো হবে ইংল্যান্ডে। তবে সেটা এই মাসে হচ্ছে না বললেই চলে। এমনকি ত্রিদেশীয় সিরিজের আগেও যেতে পারছেন না তিনি।
শেষ পর্যন্ত যদি ইংল্যান্ডে তার চিকিৎসা করানো সম্ভব না হয় তাহলে বিকল্প হিসেবে রাখা হয়েছে অস্ট্রেলিয়া এবং ভারত। এই পেস বোলিং অলরাউন্ডারকে ইংল্যান্ডে পাঠানোর জন্য অবশ্য সব রকম চেষ্টাই করে যাচ্ছে বিসিবি।