https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »
আইপিএলের ১২তম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে জয় পেয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। রাজস্থানকে তারা হারায় ৮ রানের ব্যবধানে।
টস হেরে ব্যাট করতে নামা চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যানরা শুরুতেই উইকেট বিলিয়ে দিতে থাকেন। দলীয় ২৭ রানেই টপ অর্ডারের ৩ ব্যাটসম্যানকে হারায় তারা। মিডল অর্ডারে নামা মহেন্দ্র সিং ধোনির সাথে যোগ দেয়া আরেক অভিজ্ঞ সুরেশ রাইনা সামাল দেন বিপর্যয়। রাইনা ব্যক্তিগত ৩৬ রানে ফিরে গেলে ক্রিজে ঝড় তোলেন ক্যারিবিয়ান তারকা ডোয়াইন ব্রাভো। মাত্র ১৬ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলে তিনি ফিরে গেলেও অপর প্রান্তে অপরাজিত থাকেন ক্যাপ্টেন কুল ধোনি। শেষ পর্যন্ত ধোনি অপরাজিত থাকেন ৪৬ বলে ৭৫ রানের ইনিংস খেলে। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৫ রানের সংগ্রহ পায় চেন্নাই।
১৭৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই খেই হারায় রাজস্থান। টপ অর্ডারের তিন ব্যাটসম্যান বিদায় নেন তাদের রান দুই অঙ্কের ঘরে নেয়ার আগেই। অজি ব্যাটসম্যান স্টিভেন স্মিথকে নিয়ে সেই বিপর্যয় সামাল দেন রাহুল ত্রিপাতি। রাহুল ২৪ বলে ৩৯ রান করেন তবে খুব বেশি সুবিধা করতে পারেননি স্মিথ। তিনি ফিরে যান ৩০ বলে ২৮ রান করে। এদিকে ঝড় চালান ইংলিশ ব্যাটসম্যান বেন স্টোকস। তিনি খেলেন ২৬ বলে ৪৬ রানের বিধ্বংসী ইনিংস। শেষ ওভারে রাজস্থানের ১২ রান প্রয়োজন হলে ৩ রানের বেশি নিতে পারেনি তারা।
স্কোরঃ
চেন্নাই সুপার কিংসঃ ১৭৫/৫, (২০ ওভার), ধোনি ৭৫*, রাইনা ৩৬, ব্রাভো ২৭
আর্চার ১৭/২, স্টোকস ৩০/১, কুলকার্নি ৩৭/১
রাজস্থান রয়্যালসঃ ১৬৭/৮, (২০ ওভার), স্টোকস ৪৬, ত্রিপাতি ৩৯, স্মিথ ২৮
চাহার ১৯/২, তাহির ২৩/২, ব্রাভো ৩২/২
ফলাফলঃ চেন্নাই ৮ রানে জয়ী
ম্যাচ সেরাঃ মহেন্দ্র সিং ধোনি