নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টানা তৃতীয়বারের মত টেস্টে বর্ষসেরা হয়েছে ভারত। আইসিসির সূচী অনুযায়ী প্রতি বছরের এপ্রিলে এই বর্ষসেরা টেস্ট দল ঘোষণা করা হয়। গত দুই বছর সেরা টেস্ট দল হবার পর আবারও টেস্টের ট্রফি উঠলো ভারতের হাতেই।
গত বছরে আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ টেস্ট সিরিজের ম্যাচে জয় লাভ করার পর ক্যারিবিয়ানদের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব জানান দেয় তারা। এদিকে ইংল্যান্ডের মাটিতে ৪-১ ব্যবধানে সিরিজ হারলেও অজিদের মাটিতে তাদের বিপক্ষে ২-১ ব্যবধানে প্রথমবারের মত অজিদের মাটিতে টেস্ট সিরিজ জিতে টিম ইন্ডিয়া।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের পর ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেন, ‘আরও একটা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতলাম আমরা। নিশ্চিতভাবেই এটার জন্য আমরা গর্বিত। এই ফরম্যাটে আমাদের দল খুব ভালো খেলেছে। একই সঙ্গে বছর শেষে যখন আমরা টেস্ট র্যাকিংয়ের শীর্ষে, তখন এটা আমাদেরকে আরও অনেক বেশি স্বাচ্ছন্দ্য এনে দেবে। আমরা সবাই জানি, এই ফরম্যাটে কিভাবে ভালো করতে হয় এবং কিভাবে নিজেদের এগিয়ে নিতে হয়।’