আবারও কোচ হতে চান সুজন!

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বাংলাদেশ ক্রিকেট দলের সাথে খালেদ মাহমুদ সুজনের সখ্যতাটা বেশ পুরনো। বল হাতে দীর্ঘদিন জাতীয় দলের প্রতিনিধিত্ব করে এখন দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। শুধু তাই নয় বিসিবির পরিচালক পদেও বহাল তবীয়তেই রয়েছেন সুজন। দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বদাই ক্রিকেটারদের সাথে সুসম্পর্ক বজায় রাখা সুজন ম্যানেজার হিসেবেও সফলতা পেয়েছেন।

বাংলাদেশ দলের কোচের পদ বর্তমানে রয়েছে খালি। বিশ্বকাপের ব্যর্থতার পর বিদায় করে দেয়া হয়েছে ইংলিশম্যান স্টিভ রোডসকে। এর আগে হাথুরুসিংহে বিদায়ের পর দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করতে দেখা গেছে সুজনকে। এবার রোডসের বিদায়ের পর আবারও দীর্ঘ মেয়াদে কোচ হবার আগ্রহ প্রকাশ করলেন খালেদ মাহমুদ সুজন।

ভারতীয় ক্রিকেট বিষয়ক জনপ্রিয় সংবাদমাধগ্যম ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে সুজন জানান, ‘বোর্ড আমাকে দীর্ঘ মেয়াদে কোচ হিসেবে নিয়োগ দিলে বিসিবির পরিচালকের পদ আমি ছাড়তে রাজি আছি। আগেরবার পরিচালক পদে থেকে অন্তর্বর্তীকালীন কোচ থাকায় সমালোচনার শিকার হতে হয়েছে। তাই আমার মনে হয় কোচের দায়িত্ব পেলে পরিচালকের দায়িত্ব ছেড়ে দেয়াট সঠিক সিদ্ধান্ত হবে।’

‘যখন আপনি একজন কর্মকর্তা হিসেবে কাজ করেন তখন এসব সিদ্ধান্ত নিতে পারবেন না। কিন্তু কোচিং করানোই আমার পেশা। এটার জন্য বাকি সব দায়িত্ব ছেড়ে দিতে রাজি আছি আমি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »