আবারও করদাতার শীর্ষে সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

জাতীয় রাজস্ব বোর্ড ( এনবিআর) প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে দেশের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের আয়ের উৎস ও বিশেষ শ্রেণীর উপর ভিত্তি করে ট্যাক্স কার্ড দেয়া হয়। প্রতি বছরের ন্যায় এবারও জাতীয় রাজস্ব বোর্ড ( এনবিআর) যাচাই-বাছাই করে ৩৬ টি ক্যাটাগরিতে মোট ১৪১ টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সেরা করদাতা হিসেবে নির্বাচন করেছে। ৩৬ টি ক্যাটাগরির মাঝে খেলোয়াড় ক্যাটাগরিও রয়েছে।

গত বছরের ন্যায় এবারের ২০১৮-২০১৯ করবর্ষে খেলোয়াড় ক্যাটাগরিতে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন বাংলাদেশ টেস্ট ও টি-২০ দলের অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ বছরের ন্যায় গত ২০১৭-২০১৮ করবর্ষেও সেরা করদাতা নির্বাচিত হয়েছিলেন তিনি। গতবার বিশ্বসেরার পাশাপাশি ছিলেন আরও দুই ক্রিকেটার। তারা হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফী বিন মর্তুজা ও দেশ সেরা ওপেনার তামিম ইকবাল খান।

সবচেয়ে বেশি ও দীর্ঘ সময় ধরে নিয়মিত কর প্রদান করায় এসব ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ট্যাক্সকার্ড দেয়া হয়। প্রজ্ঞাপন জারি করা হলে সেরা করদাতা নির্বাচিত হওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড ও ক্রেস্ট প্রদান করা হবে। সেরা করদাতা নির্বাচিত হওয়ায় তারা বিশেষ কিছু সুবিধা পেয়ে থাকে। জাতীয় পর্যায়ে সেরা করদাতা প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকেন। রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে তারা আমন্ত্রণ পাবেন। এছাড়াও সড়ক পথ, আকাশ পথ, নৌ পথ সব খানেই টিকেটে অগ্রাধিকার পাবেন।

টিকেটের পাশাপাশি হোটেল- রেস্তোরা, হাসপাতাল সব জায়গাতেই তাদের সুযোগ সুবিধা দেয়া থাকবে। বিমানবন্দরে তারা ভিআইপি লাউঞ্জ ব্যবহার করার সুযোগ পাবেন। এবছর কোম্পানি পর্যায়ে ১৪ টি ক্যাটাগরিতে ও অন্যান্য পর্যায়ে ৪ টি ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড দেয়া হবে। প্রত্যেকটি ট্যাক্স কার্ডের মেয়াদকাল ১ বছর।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »