আফ্রিদিকে বাদ দিয়ে ২য় টেস্টের দল ঘোষণা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের ১ম ম্যাচে ১০ উইকেটে হেরেছে পাকিস্তান। দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে এই পরাজয়ের পর সমালোচনার ঝড় বইছে পাকিস্তান জুড়ে।

 

সিরিজ পরাজয় এড়াতে সিরিজের ২য় ম্যাচের একাদশে আসছে একাধিক পরিবর্তন। প্রথম টেস্টে বল হাতে ভালো করতে না পারা শাহিন শাহ আফ্রিদিকে বাদ দেওয়া হয়েছে ২য় টেস্টের দল থেকে। দলে এসেছেন স্পিনার আবরার আহমেদ।

 

আগামীকাল বাংলাদেশ সময় সকাল ১১ ঘটিকায় রাওয়ালাপিন্ডিতে মাঠে গড়াবে সিরিজের ২য় ও শেষ ম্যাচ। এই ম্যাচে বাংলাদেশ জিতলে বা ড্র হলেও সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের। অপরদিকে সিরিজ ও হোয়াইটওয়াশ এড়াতে জয়ের বিকল্প নেই পাকিস্তানের সামনে।

 

২য় টেস্টের জন্য পাকিস্তান দল

আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আগা সালমান, খুররম শেহজাদ, মোহাম্মদ আলী, আবরার আহমেদ, নাসিম শাহ, মীর হামজা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »