আফিফের মধ্যে বিশেষ কিছু আছে: ম্যাকেঞ্জি

https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দল জয় পেয়েছে। তিন উইকেটের জয় পেলেও দলের সিনিয়র ক্রিকেটাররা দায়িত্ব নিতে পারেননি। আফিফ হোসেন ধ্রুব একাই যে ম্যাচকে জিতিয়েছেন সেটা আর বলার অপেক্ষা রাখে না।

আগামীকাল (১৫ সেপ্টেম্বর) আফগানদের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। ম্যাচের আগে বাংলাদেশ দলের অনুশীলনে এসে ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি জানালেন বাংলাদেশ দলের রয়েছে ধারাবাহিকতার অভাব।

তার ভাষ্য, ‘আমার মনে হয় কখনও কখনও বাংলাদেশের বড় শত্রু বাংলাদেশ নিজেই! আমরা নিজেদের উপর অনেক চাপ দিয়ে দেই। দল থেকে শুরু করে দলের দর্শক ও সংবাধ্যমের বিশ্বাস আসা উচিত দলের প্রতি। তারা তো মানুষ, যন্ত্র নয়। পরের ম্যাচে (আফগানিস্তানের বিপক্ষে) তারা ফিরে আসবে বলে আমি বিশ্বাস করি। টেকনিকে ঘাটতি না থাকলেও ধারাবাহিকতায় ঘাটতি রয়েছে।’ 

‘আফিফ ম্যাচ শেষ করে আসতে না পারায় খুব হতাশ ছিল। এতেই আমি বুঝেছি তার মধ্যে বিশেষ কিছু আছে। সাহসী ও স্মার্ট ক্রিকেট খেলছে সে। তাকে ফিরে পাওয়াটা সত্যি অসাধারণ। ধারাবাহিকতা ধরে রাখবে বলেই আশা করি। ম্যাচে তার একটা প্রভাব ছিল। বাকিরাও দায়িত্ব নিবে বলে আশা করি।’ -বলেন ম্যাকেঞ্জি

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »