আফিফের চাওয়াকে গুরুত্ব দিয়ে দেখছেন অধিনায়ক তামিম

ডেস্ক রিপোর্ট »

চলমান বঙ্গবন্ধু টি২০ লীগে ফরচুন বরিশালের হয়ে খেলছেন উদিয়মান ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব। টুর্নামেন্টের শুরু থেকে প্রতিটি ম্যাচে একাদশে থাকলেও দিতে পারেননি আস্থার প্রতিদান। ব্যাটে বলে প্রতি ম্যাচেই নিষ্প্রভ আফিফ, ধ্রুব তারার মতো জ্বলে উঠতে পারেননি এই অলরাউন্ডার।  টুর্নামেন্টের শুরুতেই অধিনায়কের কাছে আফিফের আবদার ছিলো উপরে ব্যাট করার, তবে সেই সুযোগ না হলেও এখন আফিফের চাওয়ায় গুরুত্ব দিচ্ছেন অধিনায়ক তামিম ইকবাল।

আফিফ চেয়েছিলেন দলের হয়ে তিন নম্বরে পজিশনে ব্যাট করতে। তবে দলের কম্বিনেশন ও একাধিক টপ অর্ডার ব্যাটসম্যান থাকায় সুযোগ হয়নি আফিফের। তবে এখন আফিফের চাওয়াকে গুরুত্ব দিচ্ছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।

চলমান টি২০ কাপে বরিশালের দলের মিডল অর্ডার সামলানোর দায়িত্ব পেয়েছিলেন। তবে আফিফ নিজে চান তিন নম্বরে খেলতে। এজন্য অধিনায়ক আর টিম ম্যানেজমেন্টের কাছে আর্জি জানিয়েছেন তিনি।নিজেদের শেষ ম্যাচে যদিও তিন নম্বরে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন। তবে মাত্র ৩ রান করে আউট হয়ে যান তিনি। ব্যর্থতার পরেও আফিফের চাওয়াকে গুরুত্ব দিচ্ছেন তামিম। জানিয়েছেন, পরবর্তী ম্যাচগুলোতেও তাকে তিন নম্বরে খেলানো হবে।

তামিম বলেন, ‘সে (আফিফ) সবসময় তিন নম্বরে ব্যাট করতে চায়। কিন্তু আমাদের একটা সমস্যা ছিল। আমাদের যে কম্বিনেশনটায় আমরা খেলি, আফিফ হয়তো বা খুব বেশি অভিজ্ঞ না। কিন্তু আমাদের দলের জন্য অনেক বেশি অভিজ্ঞ। কারণ অন্য যারা আছে তারা একটু তরুণ।’

আফিফকে মিডল অর্ডারে খেলানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তামিম জানান, ‘প্রথমে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল শুরুতে আমি আছি, মাঝখানে যদি অভিজ্ঞ কেউ থাকে তাহলে সেটা বেশ ভালো। কিন্তু দিন শেষে সে তিন নম্বরে ব্যাট করতে চায়। আমরা ওকে শেষ ম্যাচে চেষ্টা করেছি। দুর্ভাগ্যবশত ও রানআউট হয়ে গিয়েছে। আশা করি পরের তিন ম্যাচে ও সুযোগটা কাজে লাগাবে।’

বঙ্গবন্ধু কাপে ৫ ম্যাচে মোটে ১ জয় ফরচুন বরিশালের। পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান দলটির। এই পাঁচ ম্যাচে হাসেনি আফিফের ব্যাট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »