নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামীকাল (১০ অক্টোবর) থেকে সূচনা হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২১ তম আসর। এই আসরের মূল আকর্ষণ হচ্ছে জাতীয় দলের তিন প্রাণ ভোমরা তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহকে এখানে মাঠ মাতাতে দেখা যাবে।
কাল মাঠে নামছে তামিমের চট্রগ্রাম। তামিমকে নিয়ে বেশ উচ্ছ্বসিত চট্টলা কোচ আফতাব।আজ সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, ‘একজন কোচ হিসেবে তামিমের মতো ক্রিকেটারকে দলে পেয়েছি। যা আমার জন্য অনেক বড় কিছু। আমাদের দলে বেশ কিছু জুনিয়র ক্রিকেটার আছে। তামিম ইকবালের সাথে ড্রেসিংরুম শেয়ার করা হবে তাদের জন্য বড় ব্যাপার।’
বিশ্রাম থেকে ফিরে আসন্ন ভারত সফরের মূল প্রস্তুতি হিসেবে জাতীয় লিগকেই বেছে নিয়েছেন তামিম ইকবাল খান। দেশসেরা এ ওপেনার চট্টগ্রামের হয়ে মাঠ মাতাবেন যেটা চট্টগ্রামের জন্য ইতিবাচক বলে জানান আফতাব। আফতাবের ভাষ্যমতে, ‘ভালো করার কামনা নিয়েই দীর্ঘদিন পর খেলায় ফিরছেন তামিম। যেটা চট্টগ্রামের জন্য ইতিবাচক। কেননা জুনিয়র ক্রিকেটাররা, তামিম দলে থাকায় অনুপ্রাণিত হবে। ফলে তামিম ইকবালকে নিয়ে আমরা বেশ প্রফুল্ল।’
‘আফতাব বিশ্বাস করেন, তামিম ফিরে আসবেন। খুব ভালোভাবেই ফিরে আসবেন। আগের চেয়ে হয়তো আরো ভয়ঙ্কর হয়ে। আফতাবের সাথে সাথে আমরাও বিশ্বাস করি, ফিরে আসবেন খান সাহেব। অতীতের মতো করে ব্যাট হাতেই সব সমালোচনার জবাব দিবেন, কেড়ে নিবেন সমালোচকদের সমালোচনার ভাষা। _ এই প্রত্যাশাই তার ভক্তদের।’