আফগান বোলার তুলোধুনো করে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ইংল্যান্ডের

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ আসরের ২৪তম ম্যাচে আফগান বোলারদের উপর স্ট্রিম রোলার চালিয়ে ইংলিশরা ৩৯৭ রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড।

টস জিতে ব্যাট করতে নামা ইংল্যান্ডের ইনিংস উদ্বোধন করতে দেখা যায় জনি বেয়ারস্টো এবং জেসন রয়ের বদলে একাদশে জায়গা পাওয়া জেমস ভিন্সকে। ইনিংসের দশম ওভারে ৩১ বলে ২৬ রান করেই ফিরে যান ভিন্স। গত ম্যাচে সেঞ্চুরি হাকানো জো রুটের সাথে জুটি বেধে বেয়ারস্টো স্কোরবোর্ডে জমা করেন ১২০ রান। সেঞ্চুরি থেকে মাত্র ১০ রান দূরে থেকে সাজঘরে ফিরেন বেয়ারস্টো। অপর প্রান্তে থাকা রুটের সাথে এবার ক্রিজে যোগ দেন ইংলিশ দলপতি ইয়ন মরগান। রুট কিছুটা রয়েসয়ে খেললেও আফগান বোলারদের উপর স্ট্রিম রোলার চালান মরগান। ৮২ বলে ৮৮ রান করে রুট ফিরে গেলেও রশিদ নবীদের তুলোধুনো করে এদিন মাত্র ৭১ বলে মরগানের ব্যাট থেকে আসে ১৪৮ রানের বিস্ফোরক ইনিংস। শেষের দিকে মঈন আলির ৯ বলে ৩১ রানের ঝড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৩৯৭ রান করে ইংল্যান্ড।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »