আফগান ক্রিকেটাররা অনেক প্রতিভাবানঃ আকারম্যান

নিউজ ডেস্ক »

আফগানিস্তানের নতুন ব্যাটিং কোচ হিসেবে কিছুদিন আগে দায়িত্ব পেয়েছেন সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ও কমেন্টেটর এইচ ডি আকারম্যান। আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন মাত্র ৪ টি টেস্ট। রান করেছেন ১৬১ টি যার মধ্যে সর্বোচ্চ ৫৭।পরবর্তীতে সুপারস্পোর্টসের হয়ে কমেন্ট্রি প্যানেলেও যোগ দেন তিনি। এছাড়া অস্ট্রেলিয়ার একটি স্কুল ক্লাবের হেড কোচ হিসেবেও কাজ করেন তিনি।

এবার আফগানিস্তানের ক্রিকেটারদের প্রশংসার সাগরে ভাসালেন এইচ ডি আকারম্যান। কোচ হওয়ার সুবাদে আফগান ক্রিকেটারদের খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে তার। অকারম্যান মনে করেন আফগানরা খুব দক্ষতার সাথে বল সীমানা ছাড়া করতে পারেন।

তিনি বলেন, ‘তাদের যে পরিমাণ টেলেন্ট আছে তা অবিশ্বাস্য।আফগান প্লেয়ারদের মতো এতো দক্ষতার সাথে বল সীমানা ছাড়া করতে আর কোনো দলকেই আমি দেখিনি। বড় দলগুলো বিপক্ষে তারা শুধু লড়াই করতেই চায় না বরং তাদেরকে হারাতেও চায়। আমি তাড়াতাড়ি এটি বুঝতে পেরেছি যে, তাড়া র‍্যাংকিং এর নিচে থেকে ভুল করতে চায় না।’

বাংলাদেশ সময়ঃ ২:৪০ পিএম

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »