নিউজ ডেস্ক »
আন্তর্জাতিক ক্রিকেটে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আফগানিস্তান। সফলতার শুরুটা মোহাম্মদ নবী, মোহাম্মদ সাহজাদদের দিয়ে হলেও তরুণ রশিদ খান এখন এই দলের বড় তারকা। আফগানিস্তান ক্রিকেটের চিত্র পাল্টে ফেলছেন তিনি। সম্প্রতি বাংলাদেশকে বাংলাদেশের মাটিতে হারায় টেষ্টে। খুব দ্রুত সময়ের ব্যবধানে তারা প্রথম টেষ্ট ম্যাচ জিতে।
তাদের দলের অন্যতম অস্ত্র লেগ স্পিনার রশিদ খান। তিনি আফগানিস্তানের এখন টেষ্ট অধিনায়ক। খেলেন বিশ্বের বড় বড় সব ফ্র্যাঞ্চাইজি লিগ। তাকে এখন বিশ্বের তারকা ধরা হয়।
স্বাভাবিক ভাবে যার এর খ্যাতি, সফলতা সেজন্য অনেক নারীর পছন্দ হবেনই। তবে তাদের এখন একটু হতাশই হতে হচ্ছে তাদেরকে। কারণ সম্প্রতি এক ইন্টারভিউতে রশিদ খান জানান তার দেশ আফগানিস্তান বিশ্বকাপ না যেতা অব্দি তিনি বিয়ে করছেন না।
আজাদী রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে ২১ বছর বয়সী এই বোলার জানান তার ভবিষ্যৎ পরিকল্পনা। এক সময় তাকে জিজ্ঞেস করা হয় তিনি কখন বিয়ে করবেন। জবাবে রশিদ খান বলেন, ‘আমি তখনই বিবাহ বন্ধনে আবদ্ধ হব কিংবা বিয়ে করবো যখন কেবল আফগানিস্তান বিশ্বকাপ জিতবে।’
রাশিদ খানের এই শুভ কাজ হয়তো অনেক বেশি দেরিতেই হবে। আফগানিস্তানের কখন বিশ্বকাপ জেতা সম্ভব কেউ জানেনা।
নিউজক্রিকেট/রীম