নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইসিসি বিশ্বকাপে আজ নিজেদের ৭ম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সেমি ফাইনাইলের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে জয়ের কোন বিকল্প নেই টাইগারদের।
আজ সোমবার সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বোলে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হবে। ম্যাচটি একযোগে সরাসরি সম্প্রচার করবে বিটিভি, জিটিভি, মাছরাঙা টিভি, পিটিভি স্পোর্টস, স্টার স্পোর্টস ওয়ান ও টু।
চলমান ইংল্যান্ড বিশ্বকাপে ৬ ম্যাচ শেষে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ছয়ে বাংলাদেশ। অন্যদিকে নিজেদের ছয় ম্যাচের সবকয়টিতে হেরে পয়েন্ট টেবিলের একদম তলানিতে আফগানিস্তান।
এদিকে বিশ্বকাপে একবারের দেখায় জয় পেয়েছিল বাংলাদেশ। সেমিতে যেতে হলে আজও জয়ের কোন বিকল্প নেই টাইগারদের সামনে। তার আগে চলুন দেখে নেই বাংলাদেশ-আফগানিস্তান দলের ‘হেড টু হেড’ পরিসংখ্যান;
বিশ্বকাপে হেড টু হেড:
ম্যাচ: ১টি;
বাংলাদেশ জয়ী: ১টি;
আফগানিস্তান জয়ী: নাই;
পরিত্যক্ত: নাই।
ওয়ানডেতে মুখোমুখি লড়াই:
মোট ম্যাচ: ৬টি;
বাংলাদেশ জয়ী: ৪টি;
আফগানিস্তান জয়ী: ২টি;
পরিত্যক্ত: নাই।