https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »
আসন্ন বিশ্বকাপকে কেন্দ্র করে ২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল আফগানিস্তান বেশ কয়েকদিন আগে। এই ২৩ জনকে নিয়ে কন্ডিশনিং ক্যাম্প করার পর নির্বাচকরা সেখান থেকে বেছে নিয়েছেন বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াড। বিশ্বকাপ স্কোয়াডে এক পেসার হামিদ হাসান ছাড়া নেই বড় কোনো চমক।
হামিদ হাসান আফগানদের হয়ে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন তিন বছর আগে ২০১৬ সালে। স্কোয়াডে হামিদের অন্তর্ভূক্তি নিয়ে আফগান নির্বাচক বলেন, ‘অভিজ্ঞ ফাস্ট বোলার হামিদ হাসানের কাম ব্যাক আমাদের জন্য আনন্দের সংবাদ, আমাদের জন্য সৌভাগ্যের। সামনের কিছু প্রস্তুতিমূলক ম্যাচে আমরা তাঁর ফর্ম ও ফিটনেস পরখ করে দেখবো।’
এদিকে স্কোয়াড ঘোষণার ক্ষেত্রে চেলেঞ্জের মুখে পড়তে হয়েছিল বলেও জানান নির্বাচক দাওলাত খান আহমেদজাই। তিনি বলেন, ‘প্রধান নির্বাচক হিসাবে এটা আমার দায়িত্ব একটি প্রতিদ্বন্দ্বিতামূলক দল নির্বাচন করা। এখানে কিছু চ্যালেঞ্জ ছিলো যা আমাদেরকে উতরে যেতে হয়েছে। আমরা সেরা স্কোয়াডই নির্বাচন করেছি অভিজ্ঞতা, ফিটনেস, টিম ব্যালান্স, সাম্প্রতিক ফর্ম এবং কন্ডিশন বিবেচনা করে।’
এক নজরে আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াডঃ গুলবেদিন নাইব (অধিনায়ক), মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক), নুর আলি জাদরান, হযরতউল্লাহ জাজাই, রহমত শাহ, আজগর আফগান, হাশমতউল্লাহ শহিদি, নাজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ শিনওয়ারি, মোহাম্মদ নবি, রাশিদ খান, দাওলাত জাদরান, আফতাব আলম, হামিদ হাসান ও মুজিব উর রহমান। (স্ট্যান্ডবাইঃ ইকরাম আলিখিল, করিম জান্নাত, সায়িদ শিরজাদ)