https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বকাপের দ্বাদশ আসরে বাংলাদেশ দলের এখন পর্যন্ত জয় দুই ম্যাচে। এছাড়া একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় ৬ ম্যাচে টাইগারদের পয়েন্ট এখন ৫। সেমি ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে বাকি তিন ম্যাচের মধ্যে সবকয়টিতে পেতে হবে জয়।
নিজেদের গত ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলেও দলের ব্যাটসম্যানদের মধ্যে দেখা গেছে আত্মবিশ্বাসের ছাপ। মুশফিকের অনবদ্য সেঞ্চুরি কিংবা তামিমের রানে ফেরা কিছুটা হলেও স্বস্তির হাওয়া দিচ্ছে পালে।
বাংলাদেশ দলের পরবর্তী ম্যাচ তুলনামূলক কম শক্তিশালী আফগানিস্তানের বিপক্ষে। আফগানদের বিপক্ষ্যে ম্যাচে মাঠে নামার আগে বিসিবির অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান জানালেন লক্ষ্যের কথা। পাশপাশি আভাস দিলেন বাংলাদেশ দলে আসছে পরিবর্তন।
আকরাম খান বলেন, ‘এক পর্যায়ে গিয়ে আমরা ৪-৫ ওভারে রান বেশি দিয়ে দিচ্ছি। ধারাবাহিকতা জিনিসটা যেন থাকে……, আমরা যদি ৬ রানের মধ্যে রাখতে পারতাম তাহলে ভালো হত। শেষের দিকে ৩-৪টা ওভার খারাপ হয়ে যাচ্ছে।’
‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা ৩২২ রান করার পর আমাদের আত্মবিশ্বাস বেড়ে গেছে। আমাদের বিপক্ষে যদি কেউ ৩৩০-৪০ করলে আমাদের পক্ষে সম্ভব। বড় দলের বিপক্ষে ভালো খেলার পর ছোট দলের বিপক্ষে হারলে আঘাত আসবে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’
দলের পরিবর্তন সম্পর্কে তিনি আরও বলেন, ‘নেক্সট ম্যাচে মোসাদ্দেকের খেলার সম্ভাবনা অনেক বেশি। সাইফউদ্দিনের ফিফটি ফিফটি সুযোগ আছে।’