আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে ফিরলেন তাসকিন, দলে নেই মুস্তাফিজ

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আজ বিকালেই ঘোষিত হয়েছে ১৫ সদস্যের এই স্কোয়াড। নিয়মিত অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানই আছেন এই দায়িত্বে।

দলে ওপেনার হিসেবে সৌম্য সরকারের সাথে রাখা হয়েছে তরুণ সাদমান ইসলামকে। তবে অভিজ্ঞ ইমরুল কায়েসকে রাখা হয়নি দলে। অন্যদিকে বল হাতে লঙ্গার ভার্সনের ক্রিকেট ফিরলেন তাসকিন আহমেদ। কিন্তু মুস্তাফিজুর রহমানকে রাখা হয়নি এই স্কোয়াডে।

শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে আনঅফিসিয়াল টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ৭ উইকেট নিয়ে নির্বাচকদের নজরে পড়েছেন নাইম হাসান। ফলে আফগানদের বিপক্ষে সাদা পোশাকে দেখা যেতে পারে তাকেও। যদি স্পিন নির্ভর উইকেট হয় তাহলে একজন বাড়তি স্পিনার হিসেবে থাকতেই পারেন তিনি।

এক নজরে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াড

সাকিব আল হাসান (অধিনায়ক), সাদমা ইসলাম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, নাইম হাসান, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি এবং ইবাদত হোসেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »