আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা

নিউজ ডেস্ক »

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন জাকের আলী অনিক। দলে ফিরেছেন ইবাদত হোসেন। আয়ারল্যান্ড সফরে কোনো ম্যাচ না খেললেও টিকে গেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।

 

আয়ারল্যান্ডের বিপক্ষে গত মার্চ মাসে ঘরের মাঠ সিরিজের মাঝপথে দল থেকে বাদ দেওয়া হয় আফিফকে। ইংল্যান্ডের বিপক্ষে এর আগের সিরিজে খেলেন তিনি। বাদ পড়ার পর প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে ১৫ ম্যাচে ৫৫০ রান করেন তিনি। ১১০.৬৬ স্ট্রাইকরেটে রান করে আবার জায়গা ফেরত পেলেন তিনি।

গতকাল শেষ হয়েছে একমাত্র টেস্ট। এদিন ঘোষণা করা হয় ওয়ানডে স্কোয়াড। ৫ জুলাই থেকে শুরু ৫০ ওভারের সিরিজ। এরপর ৮ ও ১১ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই গড়াবে বাকি দুই ওয়ানডে

১২ তারিখ চট্টগ্রাম থেকে সিলেটের বিমান ধরবে দুই দল। পরদিন সকালে অনুশীলনে নামবে সাকিব আল হাসানের সংক্ষিপ্ত ফরম্যাটের দল, সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত করবে অনুশীলন।

১২ তারিখ চট্টগ্রাম থেকে সিলেটের বিমান ধরবে দুই দল। পরদিন সকালে অনুশীলনে নামবে সাকিব আল হাসানের সংক্ষিপ্ত ফরম্যাটের দল, সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত করবে অনুশীলন।

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড-

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন এবং আফিফ হোসেন ধ্রুব।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »