https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসরে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে আফগানিস্তান ও ভারত। পাকিস্তানের বিপক্ষে আফগান যুবারা জয় পেয়েছে ৮৫ রানে। দিনের অন্য ম্যাচে শক্তিশালী ভারত কুয়েতকে হারিয়েছে ৭ উইকেটে।
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নামে আফগানরা। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ৪৬ ওভারে। আফগান ওপেনার সাদেকউল্লাহ অতলের ২৯ এবং রহমানউল্লাহর ২৭ রানের সাথে বাকি ব্যাটসম্যানদের ছোট ছোট সংগ্রহে ভর করে নির্ধারিত ৪৬ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে আফগানিস্তান।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধারাবাহিক বিরতিতে উইকেট বিলিয়ে দিতে থাকেন পাকিস্তানের ব্যাটসম্যানরা। রোহাইল নাজিরের ১৬ এবং ইরফান খানের ১৯ রান বাদে কোনো ব্যাটসম্যান তাদের রান দুই অঙের ঘরে নিয়ে যেতে না পারলে ১৯.৪ ওভারেই গুটিয়ে যায় পাকিস্তানের যুবারা। ফলে আফগানিস্তান ম্যাচটি জিতে নেয় ৮৫ রানে।
অন্যদিকে দিনের আরেক ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ কুয়েতের বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছে ভারতের যুবারা।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে কুয়েত অনূর্ধ্ব-১৯ দল নির্ধারিত ২৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ভারতের ওপেনার অর্জুন আজাদের অপরাজিত ৬০ রানের সাথে দলের বাকি ব্যাটসম্যানদের ছোট ছোট সংগ্রহে ১৯.১ ওভারেই ৭ উইকেটের জয় নিশ্চিত করে ভারতের যুবারা।