https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হবার পর আজ (২৪ মে) আফগানিস্তানের কাছেও ধরা খেল পাকিস্তান।
বিশ্বকাপের আগে গা গরমের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেটের জয় পেয়েছে আফগানিস্তান। পাকিস্তানের দেয়া ২৬৩ রানের লক্ষ্য আফগানরা টপকে গেছে ইনিংসের ৩ বল এবং ৩ উইকেট হাতে রেখেই।
প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তান বাবর আজমের ১০৮ বলে ১১২ রানের ইনিংস এবং অলরাউন্দার শোয়াইব মালিকের ৪৪ রানে ভর করে ২৬২ রানের পুঁজি পায়। দলের বাকি ব্যাটসম্যানদের মধ্যে ওপেনার ইমাম উল হকের ৪৪ ব্যতিত বলার মত রান করতে পারেননি অন্য ব্যাটসম্যানরা। ইনিংসের ১৩ বল বাকি থাকতেই ২৬২ রানে গুটিয়ে যায় সরফরাজের দল।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ভালোর ইঙ্গিত দেন দুই আফগান ব্যাটসম্যান হজরতউল্লাহ জাজাই এবং মোহাম্মদ শাহাজাদ। তবে ২৩ রান করে শাহাজাদ রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে গেলে হাল ধরেন হাসমতউল্লাহ ও রহমত শাহ। ওপেনার হজরত আউট হন ৪৯ রানে। শেষের দিকে মোহাম্মদ নবীর নির্ভরযোগ্য ৩৪ রান এবং হাসমতউল্লাহর অপরাজিত ৭৪ রানে ৩ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানরা।