নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি। অভিজ্ঞতা কিংবা পারফরম্যান্সের দিক দিয়ে আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ দল বহু গুন এগিয়ে রয়েছে সাদা পোশাকে। কিন্তু টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ মনে করেন আফগানদের আলকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই।
মিরাজ বলেন, ‘সব ম্যাচই তো জিতার আশা থাকে। প্রতিপক্ষকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। যারা ভালো খেলবে তারাই জিতবে। তাদেরকে আমরা কখনোই ছট করে দেখছি না। তারা আমাদের চেয়ে নিচের দল কিংবা ভালো খেলতে পারবে না তারা এটা বলছি না। প্রভাব বিস্তার করেই খেলতে চাই তাহলেই ম্যাচ জিততে পারবো। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিপক্ষ যে দলই হোক না কেন সব ম্যাচেই চাপ থাকে। এই চাপ যারা সামলে পারে তারাই সফল হয়। আমাদের অবশ্যই ভালো করার চেষ্টা থাকবে।’
সাদা পোশাকের একমাত্র ম্যাচটি যেহেতু চট্টগ্রামে হতে যাচ্ছে তাই সেখানকার উইকেট নিয়েও আশাবাদী মিরাজ। ‘উইকেট থেকে সহায়তা পেলে টেস্টে ভাল হয়। ভালো লাইন লেন্থে বল করতে হয় তাও। একই জায়গায় বল করে যেতে হয়। ভালো লাইনে বল করতে পারলে ব্যাটসম্যান চাপে পরে যায়। উইকেট যদি ব্যাটিং বান্ধব হয় তাহলে চ্যালেঞ্জ বেশি থাকবে। তারপরও যেহেতু আমাদের দেশের উইকেট এখান থেকে স্পিনাররা বাড়তি সুবিধা পাবো। নিজেদের সেরাতা দিয়েই চেষ্টা করব।’
বিশ্বকাপের পরে নিজেদের প্রথম আন্তর্জাতিক সিরিজে অংশ নিতে আফগানিস্তান দল আসছে বাংলাদেশে। যেখানে টাইগারদের বিপক্ষে একটি টেস্ট ম্যাচের পর খেলবে ত্রিদেশীয় টি-২০ সিরিজও। ত্রিদেশীয় সিরিজে যোগ দিবে জিম্বাবুয়ে।