আফগানিস্তানকে হারিয়ে সেমি ফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখলো পাকিস্তান

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ৩৬তম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৩ উইকেটের জয় পেয়ে সেমি ফাইনালের স্বপ্ন জিইয়ে রাখলো পাকিস্তান।

আফগানিস্তানের দেয়া ২২৮ রানের লক্ষে খেলতে নেমে স্কোরবোর্ডে কোনো রান তোলার আগেই সাজঘরে ফিরেন ওপেনার ফখর জামান। তবে তিনে নামা বাবর আজমকে নিয়ে ৭২ রানের জুটি গড়েন ইমাম উল হক। ৫১ বলে ৩৬ রান করে ইমাম বিদায় নিলে বিচ্ছিন হয় এই জুটি। দলীয় ৮১ রানে ব্যক্তিগত ৪৫ রানে বাবর আজম ফিরে গেলে থিতু হয়েও বড় স্কোর গড়তে ব্যর্থ হন মোহাম্মদ হাফিজ। শেষের দিকে ইনজুরি নিয়েই ৫৪ বলে ৪৯ রান করে শেষ ওভারে দলকে জয়ের বন্দরে নিয়ে যান ইমাদ ওয়াসিম। শেষ পর্যন্ত ইনিংসের ২ বল বাকি থাকতেই জয় পেয়েছে পাকিস্তান।

শুরুতে আফগানিস্তানের ইনিংস উদ্বোধন করতে আসা দুই ব্যাটসম্যান গুলবদিন নাইব ও রহমত শাহ মিলে তোলেন ২৭ রান। ১২ বলে ১৫ রান করে নাইব শাহিন আফ্রিদির বলে ফিরে যাবার পর গোল্ডেন ডাক মেরে ফিরেন হাশমতউল্লাহ শাহিদিও। ৪৩ বলে ৩৫ রান করে রহম শাহ ফেরত যান দলীয় ৫৭ রানে। এরপর ক্রিজে থাকা দুই ব্যাটসম্যান আজগর আফগান ও ইকরাম আলি খিল কিছুটা প্রতিরোধ গড়েন। ৩৫ বলে ৪২ রান আসে আজগরের ব্যাট থেকে ও ৬৬ বলে ধীর গতির ২৪ রান করে খিল। লোয়ার র্ডারে আবারও ম্যাচ জমিয়ে তোলেন নজিবউল্লাহ জাদরান ও সামিউল্লাহ শেনওয়ারি। ৫৪ বলে ৪২ রান করে শাহিন আফ্রিদির বলে বোল্ড হয়ে নজিবউল্লাহ জাদরান ফেরার পর শেষের দিকে স্কোর বড় করতে গিয়ে শেনওয়ারি খেলেন অপরাজিত ১৯ রানের ইনিংস। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে আফগানরা সংগ্রহ করে ২২৭ রানের মাঝারী পুঁজি।

বল হাতে এদিন দুর্দান্ত ছিলেন শাহিন আফ্রিদি। ১০ ওভারে ৪৭ রানের বিনিময়ে ৪ উইকেট পকেটে পুরেন এই পেসার। অন্যদিকে ওয়াহাব রিয়াজ ২টি, ইমাদ ওয়াসিম ২টি এবং শাদাব খান নেন ১টি উইকেট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »