https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আফগানিস্তানকে একমাত্র টেস্ট ম্যাচে হারাতে হলে নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে বলে মনে করেন বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। সাদা পোশাকের ক্রিকেটে নবীন হলেও তাদের কিছু ক্রিকেটার বাংলাদেশের জন্য হুমকির কারন হতে পারে বলেও মনে করেন ডোমিঙ্গো।
লাল বলের ক্রিকেটে বাংলাদেশ দল আফগানদের থেকে পিছিয়ে আছে বেশ। অভিজ্ঞ বাংলাদেশের সামনে নব্য টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানিস্তান দল মাঠে নামতে যাচ্ছে ৫ সেপ্টেম্বর। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হগতে যাওয়া একমাত্র টেস্ট ম্যাচটি নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে চাচ্ছেন না বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো।
ডোমিঙ্গো বলেন, ‘হারার জন্য কেউই খেলতে নামে না। পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। আফগানদের যে বোলিং লাইনআপ এতে করে আসল কাজটা ব্যাটসম্যানদেরই করতে হবে। তাহলেই কেবল ভালো কিছু করা সম্ভব।’
আফগানিস্তানকে হারাতে হলে নিজেদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে বলেও মনে করেন এই কোচ। ‘টেস্ট আঙিনায় আফগানিস্তান নতুন তাই তারা ভালো করার জন্য মুখিয়ে থাকবে। ড্রেসিং রুমে আমাদের কেউই নির্ভার থাকছে না। আনর্জাতিক ম্যাচের জন্য যেভাবে প্রস্তুতি নিতে হয় আমরা সেভাবেই প্রস্তুতি সম্পন্ন করছি। আফগানিস্তানকে হারাতে হলে আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে।’
সীমিত ওভারের ক্রিকেটে আফগানিস্তানরা বেশ ভয়ঙ্কর এটা স্বীকার করে কোচ বলেন, ‘সীমিত ওভারের ক্রিকেটে তাদের বোলিং আক্রমণ কতটা ভয়ঙ্কর সেটা আমরা দেখেছি। এটা ভিন্ন ফরম্যাট হলেও এখানেও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তারা।’