নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টেস্ট ক্রিকেটে নয়া দল আফগানিস্তান। বাংলাদেশ সফরের আগে খেলেছিলো মাত্র দুটি টেস্ট। তবে নিজেদের টেস্ট ইতিহাসের ৩য় ম্যাচে এসেই করলো বাজিমাত। একশোরও অধিক টেস্ট ম্যাচ খেলা বাংলাদেশকে হারালো, তাও আবার নাকানিচুবানি খায়িয়ে। ফলে টেস্টের প্রথম তিন ম্যাচেই দ্বিতীয় জয় পেলো তারা। এর আগে একমাত্র দল হিসেবে এমন রেকর্ড ছিলো শুধু অস্ট্রেলিয়ার।
“যাইহোক! মূল কথায় আসিঃ” বাংলাদেশ সফরে আসার আগে, এখানকার গরমকে মানিয়ে নিতে আবুধাবিতে অনুশীলন ক্যাম্প করেছিলো আফগানিস্তান দল। আফগান অধিনায়ক রশিদ খান মনে করছেন, আবুধাবিতে অনুশীলন করার ফলেই বাংলাদেশের বিপক্ষে তারা এমন সহজ জয় পেয়েছে। ম্যাচ শেষে রশিদ খান বলেন, “কৃতিত্ব দিতে হবে ছেলেদের। যারা আমাদের সাপোর্ট করেছেন, তাদেরকেও অনেক ধন্যবাদ। আবুধাবিতে আমরা অনেক গরমের (৪৭ ডিগ্রি সেন্টিগ্রেড) মধ্যে অনুশীলন ক্যাম্প করেছি। এখানে তুলনামুলক গরম কম পেয়েছি। ”
বাংলাদেশের গরম যাতে তাদের মাঠের খেলায় কোনো প্রভাব না ফেলতে পারে, এই কারণেই মূলত তারা আবুধাবির প্রচন্ড গরমে অনুশীলন করেছিলো। অবশেষে আফগান ক্রিকেটারদের এই কষ্টের সুফল মিলেছে। ২২৪ রানের বিশাল এক জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। এই জয়ে বোর্ডকেও ধন্যবাদ দিতে ভুলেন নি কাপ্তান রশিদ।
বোর্ডকে ধন্যবাদ জানাতে গিয়ে রশিদ বলেন, “এমন সাফল্য দলীয় নৈপুণ্যের কারণেই এসেছে। দেশের তরুণরা দ্রুত শিখছে। এছাড়া আমাদের দেশে চারদিনের ক্রিকেট কাঠামো বেশ শক্তিশালী। আর এজন্য আমাদের বোর্ডকে কৃতিত্ব দিতে হবে।” মাত্র তিন ম্যাচ খেলেই সাদা পোশাককে বিদায় বলেছেন মোহাম্মদ নবি। এমন বিদায় বড্ড অপ্রত্যাশিতই বটে। নবির বিদায়ের দিনে, ম্যাচ সেরা হয়েছিলেন রশিদ। নিজের এই ম্যাচ সেরার পুরস্কারটা নবিকেই উৎসর্গ করেন তিনি। এ প্রসঙ্গে রশিদের ভাষ্য, “নবি আমাদের কিংবদন্তি খেলোয়াড়। সাদা পোশাকে এটা তার শেষ ম্যাচ ছিলো। সে আমাদের দলের সবাইকে বল হাতে অনেক সাহায্য করেছেন। আমি তাকে সাধুবাদ জানাই। আমার ম্যাচ সেরার পুরস্কার তার জন্যই উৎসর্গ করতে চাই।”