আফগানদের সমীহ করছে বাংলাদেশ

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি আফগানিস্তান। প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় পেলেও বাকি ম্যাচে ছিল নিষ্প্রভ। অবশ্য ভারতের বিপক্ষে ম্যাচে জয়ের দ্বারপ্রান্তে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে তাদের।

আফগানদের এমন ল্যাজেগোবরে পারফরম্যান্সের পরও বাংলাদেশ দল সমীহই করছে তাদের। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের হেড কোচ স্টিভ রোডস আফগানদের সমীহ করে বলেন, ‘আফগানিস্তানকে আমরা ভয় না পেলেও সমীহ করি। আমরা তাদের সম্মানের চোখে দেখি। তারা অনেক ভালো একটি দল। রশিদ, নবী, মুজিবের মত ভালো স্পিনার আছে। তবে এনিয়ে ভাবনার কিছু নেই। আমরা ভালো মানের স্পিনারদের বিপক্ষে নিয়মিতই খেলি। আশা করি কোনো সমস্যা হবে।’

এশিয়া কাপে আফগানদের হারানোর স্মৃতি রোমন্থন করে রোডস বলেন, ‘আফগানদের হারিয়ে আমরা এশিয়া কাপের ফাইনালে খেলেছিলাম। ওই ম্যাচটিই আমাদের অনুপ্রেরণা। আফগানরা ভারতকে চাপে ফেলে দিয়েছিল। তবে আমরা আত্মবিশ্বাসী।’

‘তিনটি ম্যাচেই আমাদের জয় প্রয়োজন। তবে তিন ম্যাচের চাপ একসাথে নেয়া যাবে না। এতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। একতি করে ম্যাচ নিয়ে ভাবছি আমরা।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »