আফগানদের সমীহ করছে ইংলিশরা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের এবারের বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি। নিজেদের প্রথম ম্যাচে নাস্তানাবুদ হয়েছিল নিউজিল্যান্ডের কাছে। যদিও নিজেদের পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছিল বাটলার-রুটরা।

বিশ্বকাপ পুনরুদ্ধার মিশনে আজ নিজেদেরকে সঠিক ট্রাকে ধরে রাখতে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

নিউজিল্যান্ডের কাছে হারলেও ইংল্যান্ড তাদের ব্যাটিং শক্তির পরিচয় ভালোভাবে তুলে ধরেছিল। করেছিল ২৮২ রান। আর বাংলাদেশের বিপক্ষে রান উৎসবে মেতেছিল তারা। স্কোর বোর্ডে জমা করেছিল ৩৬৪ রান।

অন্যদিকে আফগানিস্তান তাদের প্রথম দুই ম্যাচেই হেরেছে। বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং ও বোলিং উভয় বিভাগে লজ্জায় পড়েছিল তারা। সে অবস্থা থেকে ভারতের বিপক্ষে ব্যাটাররা কিছুটা লড়াই করেছিল। ২৭২ রান করেছিল। উন্নতির এই ধারাবাহিকতা ধরে রাখতে না পারলে আজ আরো একটা হার তাদের হজম করতে হবে।

ইংলিশ ব্যাটার জো রুট বলেন, আমাদের সঠিক কাজটি করতে হবে। আমরা প্রস্তুত, এখন বাস্তবায়নের অপেক্ষা। তবে প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছি না আমরা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »