আফগানদের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে দল ঘোষণা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ঘরের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলঙ্কা। ২৫, ২৭,৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচ তিনটি। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩ টায়। তিন ম্যাচ সিরিজের জন্য দল ঘোষণা করলো শ্রীলঙ্কা ক্রিকেট। দল নির্বাচনের পরে ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় দল ঘোষণা করতে দেরী হয়েছে।

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করে ওয়ানডে দলে ফিরেছেন ধনাঞ্জয়া লক্ষ্মণ। গত বছর ইংল্যান্ডের সাথে সবশেষ ম্যাচ খেলেছেন এই পেস বোলিং অলরাউন্ডার। আচরণবিধি ভঙ্গের দ্বায়ে এক বছর নিষিদ্ধ হয়েছেন চামিকা করণারত্নে। মুলত তার দলে না থাকার কারনেই সুযোগ মেলে ধনাঞ্জয়ার। ওয়ানডে দল থেকে সাময়িক বিশ্রাম নিয়েছেন রাজাপাকশে।

শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড –
দাসুন শানাকা ( অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, দীনেশ চান্দিমাল,কুশল মেন্ডিস,ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়ালালাগে,ধনঞ্জয়া লক্ষ্মণ, কাসুন রাজিথা,মাহিশ থিকসানা, প্রমোদ মাদুসান, অসিতা ফার্নান্দো, আশেন বান্দারা, লাহিরু কুমারা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »