আফগানদের বিপক্ষে খেলবেন সাব্বির-রুবেল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজকে সামনে রেখে বুধবার থেকে তিনদিনের অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আসন্ন শ্রীলঙ্কা সফরে টাইগার স্কোয়াডে থাকলেও অনুশীলনে থাকছেন না দলের গুরুত্বপূর্ণ সদস্য রুবেল হোসেন, সাব্বির রহমান রুম্মন, এনামুল হক বিজয় ও মোহাম্মদ মিঠুন।

আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে চট্টগ্রামে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে প্রথম ওয়ানডে ম্যাচ খেলবেন এই চার ক্রিকেটার। আগামীকাল শুক্রবার (১৯ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে খেলবেন এই চার ক্রিকেটার। সেখান থেকে শনিবার (২০ জুলাই) শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বেন তারা।

সদ্য শেষ হওয়া আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খুব একটা খেলার সুযোগ পাননি পেসার রুবেল এবং দুই মিডলঅর্ডার ব্যাটসম্যান সাব্বির ও মিঠুন। এছাড়া প্রায় এক বছর পর জাতীয় দলে সুযোগ পেয়েছেন ওপেনার ব্যাটসম্যান এনামুল হক বিজয়। তাই শ্রীলংকা সফরের আগে তাদের ম্যাচ খেলার সুযোগ করে দিয়েছেন নির্বাচকরা।

প্রথম ওয়ানডের বাংলাদেশ ‘এ’ দল: এনামুল হক বিজয়, ইমরুল কায়েস সাগর, আফিফ হোসেন ধ্রুব, রুবেল হোসেন, সাব্বির রহমান রুম্মন, মোহাম্মদ মিঠুন, ফরহাদ রেজা, আবু জায়েদ চৌধুরী রাহী, ফজলে মাহমুদ রাব্বি, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি, মেহেদি হাসান, মিনহাজুল আবেদীন আফ্রিদি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »